সরকারী দলের অধীনে নির্বাচন ॥ বি. চৌধুরীর চার শর্ত

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউএম বদরম্নদ্দোজা চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সরকারী দল ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের প্রেৰিতে মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, বিকল্পধারা কোনক্রমেই হরতাল সমর্থন করে না। তবে নীতিগতভাবে আরও কয়েকবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সমর্থন করে। বিবৃতিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান যাতে কখনওই চলতি সরকারের ‘খয়ের খা’ জাতীয় ব্যক্তি না হন সেটি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করতে হবে।

ভবিষ্যতে সরকারী দলের অধীনে নির্বাচন করতে বি চৌধুরী চার দফা শর্ত উলেস্নখ করেন। এসব শর্ত সমূহের মধ্যে রয়েছে_ভবিষ্যতে পূর্ণ পাঁচ বছর সংসদে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সংসদ সদস্যদের বক্তব্যে শালীনতা বজায় রাখতে হবে। অতীত ও বর্তমান জাতীয় নেতৃবৃন্দের বিরম্নদ্ধে কোন কুৎসামূলক বক্তব্য দেয়া যাবে না। বিরোধী দলের ওপর রাজনৈতিক নিপীড়ন নির্যাতন চালানো যাবে না। সরকার ও বিরোধী দলের সদস্যদের কালো টাকার আয় বন্ধ করতে হবে। এই মর্মে নির্বাচনের আগে নির্বাচন কমিশন এবং স্পীকারকে তথ্যমূলক শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই চারটি শর্ত পূরণ হলেই কোন সরকার নির্বাচন পরিচালনার যোগ্যতা অর্জন করবে বলে তিনি তাঁর বিবৃতিতে উলেস্নখ করেন।

Leave a Reply