মুন্সীগঞ্জে এএসপি সার্কেলের গাড়ির চালক ক্লোজড

আরটিভির ক্যামেরা ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মুন্সীগঞ্জের জেলার শ্রীনগর সার্কেল এএসপি সাইফুল ইসলামের গাড়ির চালক কনস্টেবল আলীমকে ক্লোজড করা হয়েছে। আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে তাকে ক্লোজড করে জেলা সদর পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বিকেলে ওই কনস্টেবলকে ক্লোজড করার নির্দেশ দেন। তাকে ক্লোজড করে এএসপি সার্কেল সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার শাস্তি হিসেবে কনস্টেবল মো. আলীমকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এএসপি সার্কেল সাইফুল ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিবে।

উল্লেখ্য, গত শনিবার ইউপি নির্বাচন চলাকালে লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের বনসেমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে আরটিভির ক্যামেরা ভাঙচুর ও পূর্ব-ভোগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতর দেশ টিভি, এটিএন নিউজ ও মাইটিভির ৩ সাংবাদিককে লাঞ্ছিত করা হয়।

Leave a Reply