আচরণবিধি লঙ্ঘন এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে পাঁচ প্রার্থীর অভিযোগ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দেয়া অভিযোগে তারা বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ হাফিজ উদ্দিন শেখ এলাকাবাসী ভোট দেবেন এ শর্তে ইউনিয়নের নয়নন্দ ঈদগাহ মাঠ করার জন্য ২০ লাখ টাকা প্রদান করেছেন। একই সঙ্গে তিনি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের বসিয়ে দিয়ে ৭ লাখ টাকার বিনিময়ে তিনজন পুরুষ সদস্য এবং একজন মহিলা সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে এনেছেন। হাফিজ উদ্দিন শেখের এ কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। অভিযোগকারী পাঁচ চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনসহ জাতীয় নির্বাচনেও এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং সিল মারা হয়। এ অবস্থায় অভিযোগকারী প্রার্থীরা তিনটি ওয়ার্ডের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। অভিযোগকারী প্রার্থীরা হলেন, মো. খোরশেদ আলম হাওলাদার, মির্জা বাদশা শাহীন, মো. তারিক হোসেন তারা, মো. মনির হোসেন মোল্লা ও মো. শফিকুল ইসলাম।

Leave a Reply