মুন্সীগঞ্জে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্বেও চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলী। আজ বুধবার বিকেলে তিনি সদরের আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য এম ইদ্রিস আলী আজ বিকেলে আধারা ইউনিয়নের আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সামছুল কবিরের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় চিতলিয়া বাজারে মাইকিং করে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির বলেন, নির্বাচনী প্রচারনা নয়, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করতে স্থানীয় এমপি বাজারে এসেছেন। এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় এমপি নির্বাচনী প্রচারণা করলে তা অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। এ ব্যাপারে জানার জন্য এমপির মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply