আবদুর রহমান বয়াতিকে আশঙ্কাজনক অবস্থায় জেবিএফএইচে ভর্তি

বার্ধক্যজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবদুর রহমান বয়াতিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছ গতকাল বুধবার সন্ধ্যায় অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মাতুয়াইলের বাসা থেকে আবদুর রহমান বয়াতিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বয়াতি নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা ও ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দীপুর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা জানান, নিউরোলজি-ইউরোলজিসহ নানা সমস্যার কারণে তাঁকে এর আগেও দুই দফা এ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। তিনি ব্রেইন স্ট্রোকেও আক্রান্ত ছিলেন। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply