গুরুতর অসুস্থ অবস্থায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী আবদুর রহমান বয়াতিকে। অসুস্থ অবস্থায় ১৫ জুন সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গেছে, প্রস্রাব একদমই বন্ধ হয়ে গেছে তাঁর। বর্তমানে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিউরোলজিস্ট উত্তম কুমার সাহা ও ইউরোলজিস্ট সাইফুল ইসলাম দিপুর তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় আগামীকাল তাঁর একটি নিউরোলজিক্যাল সার্জারি করা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি বয়াতির চোখের চিকিৎসা করার প্রতিশ্রুতি দিয়েছিল। এবারও বয়াতির সব চিকিৎসা বিনা মূল্যেই করবে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, তিনটি নিউরোলজিক্যাল সার্জারির প্রয়োজন বয়াতির। এর মধ্যে একটি সার্জারি করা হবে আগামীকাল। এটি সফল হলে বয়াতি কিছুটা সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। আবদুর রহমান বয়াতির মেজো ছেলে আলম বয়াতি জানান, ‘বাবা এখন হাসপাতালের ২০৯ নম্বর ক্যাবিনে আছেন। বাবার অস্ত্রোপচার যেন সফল হয় এবং তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন, এ জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।’
Leave a Reply