মাওয়ায় ৭টি ফেরি বন্ধ

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি ও নৌযান চলাচলে আবার বিঘ্ন ঘটেছে। প্রচণ্ড ডেউয়ের কারণে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৭টি ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে একটি রো রো ফেরি এবং ২টি কে টাইপ ফেরি চলাচল করছে। বন্ধ রাখা হয়েছে ২টি মিডিয়াম ও ৫টি ফ্ল্যাট ফেরি। বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আশিকুজ্জামান শনিবার রাত পৌনে ৯টায় জানান, ফেরি বন্ধ থাকায় দুই ঘাটেই যানজট সৃষ্টি হয়েছে। উভয় ঘাটে সাড়ে ৩শর মত ট্রাক পরাপারের অপেক্ষায় রয়েছে।

এর আগে একটানা ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয় এবং সচল ১০টি ফেরিই যানবাহন পারাপার শুরু করে। তবে ঢেউ বেড়ে যাওয়ায় বেলা ১১টা থেকে ফ্ল্যাট ৫টি ফেরি বন্ধ রাখা হয়। বাকি ৫টি ফেরি চালু রাখা হয়।

নদী কিছুটা শান্ত হয়ে এলে বিকাল ৪টা থেকে ১০টি ফেরিই চলাচল শুরু করে। তবে সন্ধ্যা ৭টার দিকে নদী আবারও উত্তাল হয়ে উঠতে থাকে। এ পরিস্থিতিতে সাড়ে ৭টার দিকে ৭টি ফেরি বন্ধ করে দেওয়া হয়।

উত্তাল পদ্মায় লঞ্চ, সি-বোট ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আশিকুজ্জামান বলেন, আমরা ঝুঁকি নেব না, আবহাওয়া ভালো হলে সব ফেরিই চালু করা হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে অনেক যানবাহন আটকা পড়ে।

জোয়ারের পানিতে মাদারীপুরের কাওড়াকান্দিতে ১নং ও ২নং ঘাট তলিয়ে গেছে।

Leave a Reply