বাউলসম্রাট আব্দুর রহমান বয়াতীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ রোববার দুপুরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। ইউরোলজিস্ট সাইফুল ইসলামের তত্ত্বাবধানে হার্নিয়া, মূত্রনালিসহ মোট ৩টি অস্ত্রপচার করা হয়। এর আগে তাকে এনেসথেসিয়া প্রদান করেন প্রফেসর মাকসুদুল আলম। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। আব্দুর রহমান বয়াতীকে আরো এক সপ্তাহ হাসপাতালে রাখা হতে পারে। তার ছেলে মো. আলম বয়াতী এ তথ্য জানান।
মো. আলম বয়াতী জানান, বাবা বর্তমানে সুস্থ আছেন। তার অস্ত্রোপচার সফল হয়েছে। এখন সবাই যেন আমাদের পাশে এসে দাঁড়ায় সেটাই আমাদের কামনা। বাবার চিকিৎসার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। অগ্রণী ব্যাংক হাটখোলা শাখার সঞ্চয়ী হিসাব নাম্বার ৩৩০১৬৬৬৬’র মাধ্যমে এ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা যাবে।
আজ দুপুরে অপারেশনের আগে আবদুর রহমান বয়াতী সংবাদমাধ্যম কর্মীদের মাধ্যমে সরকারের কাছে শিল্পী হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।
Leave a Reply