নির্বাচিত হলে ভবেরচরে উন্নয়ন হবে আগে

ভবেরচর ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গজারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি প্রফেসর একেএম গিয়াসউদ্দিন। তিনি গরুর গাড়ি প্রতীক নিয়ে গণসংযোগ করছেন। তিনি এলাকার একজন সৎ এবং সমাজসেবক হিসেবে পরিচিত। দলবল নির্বিশেষে এলাকার মানুষের বিপদ-আপদে তিনি এগিয়ে যান। ভবেরচর ইউনিয়নে এবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একাধিক। অন্যদিকে তিনি বিএনপির একক প্রার্থী হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই তিনি গরুর গাড়ি মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত। গজারিয়া জনকল্যাণ সমিতির আজীবন সদস্য, ভবেরচর ঈদগা কবরস্থান কমিটির আজীবন সদস্য। একেএম গিয়াস উদ্দিন বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ভবেরচর হতে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি নির্মূল করে আদর্শ ইউনিয়নে পরিণত করবো এবং ভবেরচর ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে কাজ করবো।

Leave a Reply