রাহমান মনি
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভুঁইয়াকে নিয়ে মিডিয়ায় সম্প্রতি বেশ কিছু লেখা পড়ার অভিজ্ঞতা আমার হয়েছে। সুক্ষভাবে লক্ষ্য করে দেখেছি প্রতিটি লেখার শেষ মন্তব্য একটিই অর্থাৎ মজিবুর রহমানকে জাপান থেকে প্রত্যাহার কর। জাপান থেকে প্রত্যাহার করে নিলেই যেন সব ল্যাঠা চুকে যাবে, গুরুতর অপরাধ প্রশমিত হয়ে যাবে।
আমার কাছে অবাক লেগেছে এই ভেবে যে এমন গুরুতর অভিযোগের জন্য আইনের আশ্রয় নেবার হুমকিও দেয়া হচ্ছে তাও আবার শর্ত সাপেক্ষে অর্থাৎ প্রত্যাহার করা না হলে, কিন্তু আইনের আশয় নেয়া হচ্ছেনা। কারণ আইনের আশ্রয় নেয়া হলে রাষ্ট্রদূত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমান করতে সচেষ্ট হবেন। অভিযোগকারীকে সত্য প্রমানের জন্য বিভিন্ন প্রমান হাজির করতে হবে, ডিএনএ টেস্ট করার দরকার হবে। আর তা যদি সম্ভব না হয় তাহলেই মুখোশ উন্মোচিত হবে ইন্ধনদাতাদের, চক্রান্তকারীদের অভিযোগকারীনির।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জনকারী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত এবং APCSS , Honolulu , মজিবুর রহমান ভুঁইয়া ১৯৮৬ ব্যাচে বি.সি.এস. ক্যাডার ১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদান করেন। একজন দক্ষ ও পেশাদার সৎ কর্মকর্তা হিসেবে দিল্লিতে (১৯৯৩-৯৪), তেহরানে (১৯৯৭-২০০২) টোকিও (২০০৫-২০০৯) দুতাবাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় বাংলাদেশ সরকার ২০০৯ সালে ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগ দেন। থিম্ফুতে রাষ্ট্রদূত থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি রাষ্ট্রীয় সফর বেশ সফলতার সাথে সম্পন্ন করেন এবং একজন দক্ষ কুটনীতিক হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ নজর কাড়তে সক্ষম হন। এদিকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদটি দীর্ঘ পাঁচমাস খালি থাকায় এবং জনাব মজিবুর রহমানের জাপানে কাজ করার অভিজ্ঞতা থাকায় বিভিন্ন বাধা থাকা সত্বেও প্রধানমন্ত্রী মাত্র সাত মাসের মাথায় তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। যদিও অন্যান্য কুটনীতিকদের বিশেষ পছন্দের মধ্যে টোকিও মিশন অন্যতম প্রধান। তারা বিভিন্ন ভাবে দেনদরবার করছিলেন এই পদটি পাবার জন্য। বিশেষ চুক্তিভিত্তিক নিয়োগের আশায় ছিলেন এলপিআর এ যাওয়া সাবেক রাষ্ট্রদূত আশরাফউদদ্দৌলা স্বয়ং স্বাভাবিক ভাবেই মজিবুর রহমান ভুঁইয়া বেশ চাপের মুখে পড়েন শুরু হয় দৌঁড়ঝাপ এবং দেনদরবার। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য কোন বাঁধাই কাজে আসেনি। জনাব ভুঁইয়া নিয়োগ পেয়েছেন।
২০১০ সালে মজিবুর রহমান ভুঁইয়া রাষ্ট্রদূত হিসেবে জাপানে আসেন এবং টোকিও মিশনে যোগদেন। কাজে যোগদানের কয়েকদিনের মধ্যে জনাব মজিবুর রহমান ভুঁইয়া তার চোখে দৃষ্টিকটু এমন কিছু কাজে হাতদেন। কিছু পদক্ষেপ গ্রহন করেন। এরমধ্যে একটি ছিলো জাপানে স্থানীয় ভাবে নিয়োগ প্রাপ্তদের ফাইল। প্রাক্তন রাষ্ট্রদূত আশরাফ-উদ-দৌলার ভগ্নিপতি আব্দুল মান্নান, জাহিদুল ইসলাম জাহিদের নিয়োগ সংক্রান্ত তথ্যাবলী জনাব ভূঁইয়ার নখদর্পনে ছিলো বলে তিনি তা বাতিলের উদ্দ্যোগ নিলে জোরালো বাঁধার মুখে পড়ে তা বাদ দিতে বাধ্য হন। এভাবে তার গৃহীত অনেক পদক্ষেপই সফলতার মুখ দেখেনি। সে বিষয়টি নিয়ে পরে বিস্তারিত লেখার আশা রাখি।
দূতাবাসে রাষ্ট্রদূতের সোশাল সেক্রেটারি পদটি দীর্ঘদিন শূন্য থাকার পর তিনি তা পূরণের উদ্দ্যোগ নেন। জাপানের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তিনি শুরু করেন নিয়োগ প্রক্রিয়া। ১০ই ফেব্রুয়ারি ২০১১ হেড অব দি চ্যান্সারী জনাব মাসুদুর রহমানের উপস্থিতিতে দূতাবাসে প্রার্থীদের প্রথম ইন্টারভিউ নেয়া হয়। এর মধ্যে থেকে কিয়োকো তাকাহাশি নামে এক জাপানি তরুনী প্রাথমিক ভাবে নির্বাচিত হন, পরবর্তীতে একাধিক ইন্টারভিউর পর তাকে চুড়ান্ত নিয়োগ দেয়া হয়। ২৫শে ফেব্রুয়ারি দুপুর ২টায় তিনি কাজে যোগদান করেন। দিনটি শুক্রবার থাকায় রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ঐ সময়ে জুম্মার নামাজের জন্য দূতাবাসের বাইরে ছিলেন।
প্রায় একমাস কাজ করার পর তাকাহাশি রাষ্ট্রদূতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং যৌন হয়রানির অভিযোগ এনে রাষ্ট্রদূতের অধঃস্তন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন এবং টোকিও থেকে তার প্রত্যাহার চান। তিনি দূতাবাস কর্মকর্তাদের বরাবরে একটি ইমেইল করে এই অভিযোগ আনেন। একহাত দুইহাত হয়ে ইমেইলটি ২৬শে ফেব্রুয়ারি আমার কাছেও পৌঁছায়। ইতিমধ্যেই শীর্ষ নিউজ.কম একটি নিউজও করে। সবখানেই আবেদন ছিলো রাষ্ট্রদূতের প্রত্যাহার। আইনের মাধ্যমে বিচার নয়।
চার পৃষ্ঠার অন্তর্জাল পত্রে মিস তাকাহাশি দিন, তারিখ, (যদিও দূতাবাসের নথিতে ভুল), সময় এবং ঘটনার বিস্তারিত এবং রসালো বাক্য দিয়ে লেখা পত্রটি পড়লে যে কোন বিবেকবান মানুষই রাষ্ট্রদূতকে একহাত নেবেন। কারণ রাষ্ট্রদূত জাপানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তার উপর নির্ভর করে জাপানে বাংলাদেশের ভাবমূর্তি। তিনি ইচ্ছা করলেই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে পারেননা। চেয়ারের সম্মানে অনেক কিছুই ত্যাগ করতে হয়। যদি তিনি সেই কাজটি না করে অনৈতিক কাজ করে থাকেন তাহলে একজন মিডিয়া কর্মী হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে আমি তার নিন্দা জানাই। দাবী করি সঠিক বিচারের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি। আমার মত সব প্রবাসীরাই তা চান। কারণ ঘটনা সত্যি হয়ে থাকলে তিনি বাংলাদেশকে ছোট করেছেন। জাপান প্রবাসীদের মাথা নত করিয়েছেন তার ব্যক্তিগত লোভ লালসার প্রতিফলন ঘটাতে গিয়ে। এটা মেনে নেয়া যায়না।
কিন্তু ইমেইল চালাচালি আর কিছু ঘটনা এবং অতিউত্সাহী কিছু ব্যক্তির কর্মতত্পরতা এবং মিডিয়ায় ফলাও করে প্রচার তাকাহাশি কিয়োকোর পাঠানো অভিযোগ সম্পর্কে যথেষ্ট প্রশ্ন ও সন্দেহের জন্ম দেয়। একজন নিয়োগদাতা ইন্টারভিউতে যৌন আবেদন জানাবে তাও আবার পর পর ৩ বার সাক্ষাতকার নেবার সময় -তা বদ্ধ উন্মাদও বিশ্বাস করবেনা। আবার তা সত্বেও তাকাহাশি কেন কাজে যোগ দিলেন এবং প্রথম দিনেই আলিঙ্গনরত অবস্থায় তলপেটে চাপ অনুভব করার পরও কাজ চালিয়ে যাবেন এটাকি কোনো সুস্থ্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন মহিলার পক্ষে সম্ভব? কাজে যোগ দেবার ২য় দিনই পার্কে যাবেন এবং সেখানে কোনো বাঙালীর দ্বারা ছবি তোলার পর
কোনো প্রতিবাদ না করে ফিরে আসবেন এবং চাকুরি যাবার পর তা প্রকাশ করবেন? বিনা অনুমতিতে ছবি তোলার জন্য তার কি প্রাইভেসি নষ্ট হয়নি? বিনা অনুমতিতেতো ছবি তোলা দন্ডনীয় অপরাধ, তাকাহাশির যা জানা উচিত ছিলো। আর ওত পেতে থাকা লোকটিও কিভাবে জানলেন যে রাষ্ট্রদূত সেখানে যাবেন? বিষয়টি পূর্ব পরিকল্পিত না হলে? নিশ্চয়ই তাদের মধ্যে যোগসূত্র ছিলো।
যিনি ছবি তোলার সাথে জড়িত তিনি বাংলাদেশি হলেও বহু আগেই বাংলাদেশের প্রতি আনুগত্য ত্যাগ করে জাপানি পাসপোর্ট নিয়েছেন। প্রবাসী সমাজে তার অবদান নেই। তবে মাঝে মধ্যে কোন অনুষ্ঠানে হাজির হয়ে সামনের সারিতে বিশেষ আসনে বসে আয়োজকদের বিব্রত করেন।
বাংলাদেশে পত্রিকায় নিউজ করানোর জন্য জাপান থেকে যিনি বাংলাদেশে গিয়েছেন এবং অর্থ খরচ করে তৃতীয় সারির কিছু পত্রিকায় নিউজ করিয়েছেন প্রবাসী সমাজে তারও কোনো আবেদন আছে বলে আমার জানা নেই। তার ক্ষোভ মজিবুর রহমান ভূঁইয়াকে দিয়ে অবৈধ কাজ করানোর সুযোগটি করতে পারেননি। রাষ্ট্রদূত ভূঁইয়াকে তার বাসায় দাওয়াত দিয়েছিলেন কিন্তু রাষ্ট্রদূত প্রটোকল বজায় রেখে তার বাসায় দাওয়াতে অংশ নেননি এবং দূতাবাসের কোনো আয়োজনেও তাকে বিশেষ কোনো সুবিধা দেননি। আর দিবেনই বা কেন? তিনি তো আর প্রবাসী সিআইপিও নন। রাষ্ট্রদূত মজিবুর রহমান ভূঁইয়া একজন কাঠখোট্টা ধরনের সৎ লোক। পাবলিক রিলেশনে তিনি বেশ খারাপ এ কথা অনস্বীকার্য। তিনি যেমন কারো মাথায় হাত বোলাতেও জানেননা তেমনি কোনো ব্যবসায়ীকে ফোন করে টাকা নিতে বলার নজিরও তার নেই। তিনি যেমন নিজে কোনো সুবিধা নিতে চাননা তেমনি কাউকে বাড়তি সুবিধা দিতেও চাননা। কিন্তু এতোদিন যারা বাড়তি সুবিধা নিয়ে আসছিলেন তাদের পক্ষে তা মেনে নেয়া সম্ভব হয়নি। তাই তাদের সামনে একটি দরজাই খোলা ছিলো আর তা হলো যে করেই হোক মজিবুর রহমানকে জাপান থেকে সরাতে হবে। আর এতে করে যদি তার চরিত্রে কলংকও দিতে হয় তাতেও কুন্ঠাবোধ করবেননা এবং করেনওনি। দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আনা সম্ভব না। কারণ তা প্রমান করা যাবেনা। তাই চক্রান্ত করে চরিত্র হনন করা হয়েছে। কারণ চরিত্র হনন এমনই একটি জিনিস যা প্রমানের জন্য বেশ বেগ পেতে হয়, কোনো ব্যক্তিবান মানুষের পক্ষে তা মেনে নেয়া সহজ নয়। নষ্টদের কাছে হার মানা ছাড়া উপায় নেই। তাই তাকাহাশি প্রেরিত মেইলে কোর্টের মাধ্যমে আইনিপ্রমানের আগেই জাপান থেকে তার প্রত্যাহার চেয়েছেন তারা।
এই প্রত্যাহার চাওয়ার সাথে দূতাবাসের কর্মকর্তারা যে জড়িত তাতে সন্দেহ না করার অবকাশ নেই। সামনেই নতুন দূতাবাস ভবন তৈরি হবে নিজস্ব জমিতে। এখানে কোটি কোটি টাকার কাজ হবে। তার ভাগবাটোয়ারার একটি ব্যাপার আছে। যেটা কিছুটা সম্পন্নও হয়েছিলো। কিন্তু রাষ্ট্রদূত আসাতে তাতে চ্ছেদ পড়ে। তাই তাকে সরানো না হলে মনের সাধ পূরণ হবার নয়। তাই হয়ত এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তাকাহাশিকে এবং বরখাস্তের পর তার নাম। অনেকটা অগোচরে, বায়বীয়। বাংলাদেশে যেমন সন্ত্রাসীদের নামে চাঁদাবাজী করা হয়।
পদমর্যাদায় দূতাবাসের দ্বিতীয় কর্মকর্তা বর্তমানে ইকনমিক মিনিস্টার এ কে এম মঞ্জুরুল হকের কক্ষে তাকাহাশির ২০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে জোর গুঞ্জন রয়েছে, তা কিসের ইঙ্গিত বহন করে? কি ছিলো সেই বৈঠকের বিষয়বস্তু? রাষ্ট্রদূতের সোশাল সেক্রেটারি হয়ে অন্য কর্মকর্তার কক্ষে রুদ্ধদ্বার বৈঠকের প্রয়োজন পড়েছিলো কেন? অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে তার ঘন ঘন সাক্ষাত হতো কেন? এমন কি দূতাবাসের বাইরেও এ সব ঘটনা ঘটতো।
সরকার বিষয়টির গুরুত্ব বুঝে সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামকে টোকিও পাঠান বিষয়টি তদন্ত করে রিপোর্ট করার জন্য। গত ৮ থেকে ১১শে মে তিনি জাপানে অবস্থান করেন। ১০ই মে তিনি দূতাবাসে প্রবাসীদের সাথে মিলিত হন। রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র, ব্যবসায়ী, চকুরীজীবিদের সাথে এ বৈঠকে মিডিয়াকর্মী হিসেবে আমিও উপস্থিত থেকে মতামত ব্যক্ত করি। সহিদুল ইসলাম সিউলে গিয়ে তার তদন্ত রিপোর্ট জমা দেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় যৌন হয়রানির কোনো প্রমান পাননি বলে তার রিপোর্টে মন্তব্য করেন।
যৌন হয়রানির অভিযোগ এই কারণেই আনা হয়েছে যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে রাষ্ট্রদূত ইচ্ছা করলেই কোনো প্রতিবাদ করতে পারবেননা ফোরাম ছাড়া। তিনি কৈফিয়ত দিতে পারবেন আদালতে কিম্বা কর্তৃপক্ষের কাছে। কিন্তু তার বেলায় সেই সুযোগটিও নেই। কারন বিষয়টি আদালতে যায়নি এবং সরকারও কৈফিয়ত চায়নি। কিন্তু বিষয়টি এমনভাবে প্রচার পেয়েছে যে সরকারও চুপ করে বসে থাকতে পারেনা। সত্যতা না থাকায় তাকে তলবও করতে পারেনা। তাই পররাষ্ট্রমন্ত্রনালয় বিশেষ নিয়মে ৬ বছরের বেশি সময় দেশের বাইরে থাকায় তাকে বদলী বা দেশে ফিরিয়ে নেয়ার নিয়মতান্ত্রিক পদ্ধতিটি অনুসরন করতে হচ্ছে। এমনিতেই রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়া হতো কিন্তু তা এই মুহূর্তেই হওয়াতে নষ্টদের জন্য খুশির খবর বৈকি। নষ্টদের পাল্লা সব সময় ভারী থাকে। এই বেলায়ও তার ব্যাতিক্রম হয়নি।
এই রাষ্ট্রদূতের ১০ মাস জাপানে কর্মজীবনের সবচাইতে বড় সাফল্য হচ্ছে পদ্মা সেতু নির্মানে জাপানের প্রতিশ্রুতি মোতাবেক ৪২০ মিলিয়ন ডলারের ঋনচুক্তি সাক্ষর। ভয়াবহ দুর্যোগের পর জাপান বিদেশে অনুদান ২০% কমিয়ে দিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বন্ধের ঘোষণা দিয়েছে। বিষয়টি আঁচ করতে পেরে জাপান থেকে এক রাজনৈতিক নেতা বাংলাদেশের মিডিয়ায় ফোন করে পদ্মা সেতুতে জাপানি অনুদান বন্ধ এবং রাষ্ট্রদূতের ব্যার্থতা উল্লেখ করে নিউজ করায়। কিন্তু রাষ্ট্রদূত অক্লান্ত পরিশ্রম করে ঋনের প্রতিশ্রুতি মোতাবেক চুক্তি সাক্ষরের ব্যবস্থা নিয়ে নিন্দুকদের মুখে চুনকালি মেখে দেন।
বর্তমান রাষ্ট্রদূত সল্প সময় তার দায়িত্বপালনকালে টোকিও দূতাবাসের ব্যয়ভার কমিয়েছেন। জাপান-বাংলাদেশ বানিজ্য ভারসাম্য আনতে অবদান রেখেছেন। ১লা এপ্রিল ২০১১ থেকে জিএসপি সুবিধা আদায়ে ভূমিকা রেখেছেন। জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লীগের নির্বাচনে অবদান রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছেন।
জাপানের ভয়াবহ দুর্যোগের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রনালয়ের হঠকারী সিদ্ধান্ত এবং দূতাবাসের ভূমিকায় প্রবাসীরা সোচ্চার হলে প্রবাসীদের সাথে যে কোনো আয়োজনে দূতাবাসকে সম্পৃক্ত করে প্রবাসীদের দাবি, দূতাবাসের বদনাম ঘোঁচাতে সচেষ্ট থেকেছেন। প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন।
তারপরও একটি মিথ্যা কলংক নিয়ে তিনি হয়তো আগামী মাসে অর্থাৎ মধ্য জুলাইতে বাংলাদেশে ফিরে যাবেন কিন্তু প্রবাসীদের জন্য এটি একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ তিনি যেমন তার আত্মপক্ষ সমর্থনের কোনো প্ল্যাটফরম পাননি তেমনি তাকাহাশিও সবার সামনে প্রমানের উদ্দ্যোগ নেয়নি। অর্থাৎ প্রবাসীদের ডেকে কিম্বা সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ উত্থাপন করেননি। অনেকটা অন্ধকারেই থেকে যাবে এই ঘটনার প্রকৃত রহস্য। অন্ধকার ঘরে কালো বিড়ালের মত। আদৌ বিড়াল আছে কিনা কেউ জানেনা। আসলেই এমনটি হয়েছিলো কিনা তা আমরা কেউ জানিনা। তবে ব্যক্তি রাষ্ট্রদূত যে চরম অপমানিত, বিব্রত হয়েছেন এবং বাকী জীবনে সামাজিক ভাবে হেয় হওয়ার যে ক্ষতির সম্মুখিন হয়েছেন তা পূরণ হবার নয়। ইন্ধনদাতারা বর্তমানে পর্দার অন্তরালে থাকতে পারলেও প্রকৃত রহস্য একদিন না একদিন প্রকাশ পাবে এটাই প্রত্যাশা।
rahmanmoni@gmail.com
Leave a Reply