দিন আর রাত একই রকম

শাখাওয়াত সরকার, গজারিয়া থেকে : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নে এখন ভোট উৎসব শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের চোখে ঘুম নেই। দিন আর রাত নেই। অবিরাম ছুটে চলছে ভোটারদের বাড়ি বাড়ি। প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেঁয়ে গেছে নির্বাচনী এলাকা। দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। মাইকের শব্দে কাঁপছে গজারিয়া। ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ চলছে। দিন যতই ঘনিয়ে আসছে, নির্বাচন ততই জমে উঠছে। এছাড়া বড় রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে প্রার্থীরা। এবারের নির্বাচনে সভা-সমাবেশ মিছিল শোডাউন না থাকায় বিরাজ করছে অন্য রকম পরিবেশ। ভোটারদের মাঝেও চলছে নানা হিসাব-নিকাশ। কোন প্রার্থী সৎ, যোগ্য এমন আলোচনা-সমালোচনা চায়ের কাপে ঝড় বইছে। আগামী ২৫শে জুন নির্বাচনে চেয়ারম্যান পদে ৪১ জন, মেম্বার পদে ২৬৫ জন ও সংরক্ষিত মহিলা পদে লড়ছেন ৬৮ জন। গজারিয়া ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৭ হাজার ৭৪৮ জন। নির্বাচনে ৮টি ইউনিয়নেই রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩৩টি। নির্বাচনে চূড়ান্ত লড়াই চেয়ারম্যান পদে যারা লড়ছেন।

টেংগারচর ইউনিয়ন: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আলমগীর (আনারস), মো. শাহাজাহান খান (তালা), মো. এসহাক আলী (দেয়াল ঘড়ি), আ. হান্নান মিয়া (গরুর গাড়ি), মো. আবদুল হাই মিয়াজী (দোয়াত কলম), মো. সহিদ মিয়া (জাহাজ) ও বাদল সরকার (কাপ-পিরিচ)।

ভবেরচর ইউনিয়ন: চেয়ারম্যান প্রার্থীরা একেএম গিয়াস উদ্দিন (গরুর গাড়ি), গিয়াস উদ্দিন সিকদার (তালা), আবদুল হক (কাপ-পিরিচ), মাহবুব আলম শাহীন (দোয়াত কলম), ফিরোজ আহমেদ (জাহাজ), নাছির সরকার (মাইক) জহিরুল ইসলাম (চাঁদ), আবদুল বাছেদ চৌধুরী (চশমা), মো. আলীনুর ইসলাম চৌধুরী (টেলিফোন), শাহআলম শামীম (দেয়াল ঘড়ি) ও আ. রহমান শফিক (আনারস)।

বাউশিয়া ইউনিয়ন: হাজী হাফেজ আহম্মেদ প্রধান (দোয়াত কলম), মো. মিজানুর রহমান (জাহাজ), আঃ রহমান (তালা), মো. আল আমিন (গরুর গাড়ি), আঃ মান্নান দেওয়ান (আনারস) ও মো. হাসমত আলী (দেয়াল ঘড়ি)।

গুয়াগাছিয়া ইউনিয়ন: মোজাম্মেল হক চৌধুরী (আনারস), মো. দাইয়ুমখান (জাহাজ), মো. মহসিন চৌধুরী (তালা), মো. ইব্রাহিম খলিল (গরুর গাড়ি), আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন (কাপ পিরিচ), কামরুল হোসেন (দেয়াল ঘড়ি) ও সাইফুল ইসলাম (দোয়াত কলম)।

হোসেন্দি ইউনিয়ন: আঃ মতিন মন্টু (তালা), মো. আসলামুদ জ্জোহা চৌধুরী (আনারস), মহিরুল হক মিঠু (দেয়াল ঘড়ি), মো. গোলাম হোসেন (গরুর গাড়ি) ও মো. জাহাঙ্গীর আলম (জাহাজ)।

বালুয়াকান্দি ইউনিয়ন: মো. আঃ মান্নান সরকার (গরুর গাড়ি), মো. বশির আহমেদ সরকার (দেয়াল ঘড়ি), শহীদুজ্জামান জাকারিয়া (আনারস) ও শামসুদ্দীন মিয়া (তালা)।

ইমামপুর ইউনিয়ন: মো. মনসুর আহমেদ (আনারস), মো. হাফিজুজ্জামান খান জিতু (দোয়াত কলম), জাহাঙ্গীর আলম (কাপ পিরিচ), জাহিদ আহমেদ আলো (গরুর বাড়ি) ও ডা. মো. রফিকুল ইসলাম (দেয়াল ঘড়ি)।

গজারিয়া ইউনিয়ন: চেয়ারম্যান পদে লড়ছেন মো. আহসান উল্লাহ (আনারস), মো. শফিউল্লাহ (গরুর গাড়ি), দেলোয়ার হোসেন (দেয়াল ঘড়ি)।

Leave a Reply