মুন্সীগঞ্জের চরাঞ্চলের হোগলাকান্দিতে ভোট গ্রহণের ১২ ঘণ্টা আগে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আমান উল্লাহ ও রবিউল আওয়াল রবির সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। হোগলাকান্দি গ্রামের আমতলা মোড়ে কথা কাটাকাটি থেকে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ সূত্রে জানা যায়।
সদর থানা পুলিশ জানায়, ইউপি নির্বাচনে ভোট গ্রহণের মাত্র ১২ ঘণ্টা আগে এ সংঘর্ষের ঘটনায় সেখানে র্যাব-আর্মড ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ আহতদের নাম জানাতে পারেনি।
এ ব্যাপারে সদস্য প্রার্থী আমান উল্লাহ জানান, তার সমর্থকরা রাত ৮টার দিকে চরকেওয়ার ইউনিয়নের আমতলা মোড়ে দোকানে বসে চা-পান খাচ্ছিল। এ সময় প্রতিপক্ষের সমর্থকরা তাদের গ্রাম ছেড়ে যেতে বললে বিরোধের সূত্রপাত হয়। অন্যদিকে অপর সদস্য প্রার্থী রবিউল আওয়াল জানান, তার সমর্থকদের গালাগাল করে সংঘর্ষ উস্কে দেয় তার প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীর সমর্থকরা। এ রিপোর্ট লেখার সময় রাতে সেখানে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শীর্ষ নিউজ
——————————————
মুন্সীগঞ্জে ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫
ভোট গ্রহণের মাত্র ১২ ঘণ্টা আগে মুন্সীগঞ্জের চরাঞ্চলের হোগলাকান্দিতে সোমবার রাতে ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।
চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী আমান উল্লাহ ও রবিউল আওয়াল রবির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার রাত ৮টার দিকে হোগলাকান্দি গ্রামের আমতলা মোড়ে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে ২ প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে পুলিশ জানায়।
আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, মঙ্গলবার সকাল থেকে চরকেওয়ার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, ভোট গ্রহণের মাত্র ১২ ঘণ্টা আগে ওই সংঘর্ষের ঘটনায় এলাকায় র্যাব-আর্মড ব্যাটালিয়ন পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তিনি আহতদের নাম জানাতে পারেননি।
অপরদিকে, মেম্বর প্রার্থী আমান উল্লাহ বাংলানিউজকে জানান, তার সমর্থকরা রাত ৮টার দিকে চরকেওয়ার ইউনিয়নের আমতলা মোড়ে দোকানে বসে পান-চা খাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের সমর্থকরা তাদের গ্রাম ছেড়ে চলে যেতে বললে বিরোধ বাধে।
তবে মেম্বর প্রার্থী রবিউল আওয়াল জানান, প্রতিপক্ষ মেম্বর প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের গালাগাল করে সংঘর্ষে উস্কে দেয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply