মাসুদ খাঁন : কারচুপির মাধ্যমে এক চেয়ারম্যান প্রার্থীকে পরাজিত করার অভিযোগে শুক্রবার লৌহজংয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার কনকসার ইউনিয়নের কাঠপট্টিতে মাহাবুব আলম সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, নূর আলী ঢালী, বাদল ঢালী, মোঃ রব বেপারী, মিলন বেগ,রমজান শেখ ও মিরাজ মিয়া প্রমূখ।বক্তাগন বলেন গত ১১ জনু লৌহজংয়ের ইউপি নির্বাচনে কনকসার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর ঢালীকে কারচুপির মাধ্যমে পরাজিত করা হয। কাতেতারা কেন্দ্রের ভোট গননা আলোর ¯^íZvi অভাব দেখিয়ে বৱ্যাট বাক্স উপজেলায় নিয়ে গিয়ে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে বিজয়ি ঘোষনা করায় বক্তাগন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply