১ আগস্ট ২৫ দিনের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাপ-বেটা ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। এ সময়ে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে গান পরিবেশন করবেন তাঁরা। আর এসব অনুষ্ঠানের আয়োজনে রয়েছে সেখানকার আয়োজক প্রতিষ্ঠান দেশি মিউজিক।
৩ আগস্ট নিউ জার্সিতে ফোবানা সম্মেলন সামনে রেখে এক অনুষ্ঠানে গাইবেন তাঁরা। মূলত এ অনুষ্ঠানকে কেন্দ্র করেই সেখানে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। এ ছাড়া ৯ আগস্ট মায়ামিতে, ১৩ আগস্ট নিউ জার্সিতে, ১৬ আগস্ট বোস্টনে, ১৭ আগস্ট ডালাসে, ২৩ আগস্ট অ্যারিজোনা এবং ২৪ আগস্ট নিউ ইয়র্ক সিটির অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা। বাপ-বেটা গান করতে গেলেও তাঁদের সঙ্গে যাবেন হাবিবের মা। এ বিষয়ে ফেরদৌস ওয়াহিদ জানান, ‘বিভিন্ন সময়ে আমি ও হাবিব যুক্তরাষ্ট্রে গান করতে গিয়েছি। তবে এবার আমাদের সঙ্গে যোগ হচ্ছে হাবিবের মা। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছে সে। আমরা বাপ-বেটা মিলে গান করব। আর সে আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে।’
ফেরদৌস ওয়াহিদ আরো জানান, ‘হাবিব অনেকটা জোর করেই তার মাকে যাওয়ার জন্য রাজি করিয়েছে। গানের পাশাপাশি পারিবারিক এ সফরটা আশা করি ভালোই জমবে।’
অনুষ্ঠান শেষে ২৫ আগস্ট মা-বাবাকে নিয়ে দেশে ফিরবেন হাবিব। ফিরেই ন্যান্সির একক অ্যালবামের কাজ পুরোদমে শুরু করবেন তিনি। তাঁর সুর ও সংগীতে অ্যালবামটি আগামী কোরবানির ঈদে বাজারে আসবে।
উল্লেখ্য, হাবিবের তৃতীয় একক ‘আহ্বান’-এর অডিও অ্যালবাম বাজারে এসেছে চলতি মাসের শুরুতে।
Leave a Reply