গজারিয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে পুলিশ আজ শনিবার এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম সাইফুল ইসলাম। ইউনিয়নের বৈদ্যারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. ফিরোজ মিয়া জানান, সাইফুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী শাহজাহান খানের তালা প্রতীকে বেশ কয়েকবার জাল ভোট দেন, তাই তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাইফুল ইসলামের বিচার ভ্রাম্যমাণ আদালতে হতে পারে।

একই ইউনিয়নে হাজি কেরামত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে তালা প্রতীকের এজেন্ট বোরহান উদ্দিনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের শাস্তি দেওয়ার এখতিয়ার নেই। তাই আচরণবিধি লঙ্ঘন করায় বোরহান উদ্দিনকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।’
উল্লেখ্য, গজারিয়া উপজেলায় আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সকাল থেকে ভোট গ্রহণ চলছে।

Leave a Reply