প্রশাসনে রদবদল

জনপ্রশাসনের বেশ কয়েকজন উপসচিবসহ অন্যান্য পদে রদবদল হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে তিনজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে বিনিয়োগ বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়েছে। এরা হলেন_ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উপসচিব গৌতম কুমার ভট্টাচার্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম কিবরিয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক (উপসচিব) ডা. মো. ফজলুল হক। দুই জন ওএসডি উপসচিবকে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে ফেরদৌসী বেগমকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের শিশু কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবং গীতাঞ্জলী চৌধুরীকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক পদে বদলির আদেশাধীন উপসচিব শেখ মো. রজব আলী বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ), শিক্ষা মন্ত্রণালয়ে আইন কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদ সালাহউদ্দিন মাহমুদ জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার এবং বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (উপসচিব) শিরীনা দেলহুরকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাছাড়া পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল হাশেম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আইন কর্মকর্তা, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. খুরশীদ শাহরিয়রকে ওএসডি করে পিএসিসিতে সংযুক্ত এবং খাগড়াছড়ি মহালছড়ি ১০ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুুপার মো. আনোয়ার হোসেন খানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

Leave a Reply