সিরাজদিখানে সিংঙ্গারটেক ব্রীজ ডেবে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার নিমতলা-সিরাজদিখান রুটের সিংঙ্গারটেকের ব্রীজ আজ বিকাল ৫ টার সময় ডেবে যায়। এতে টংঙ্গীবাড়ী ও সিরাজদিখান থানার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, গত ৬ মাস আগে ব্রীজটি মেরামত করা হয়। কিন্তু ৬ মাসের মাঝে ব্রীজটি আজ বিকাল ৫ টার সময় হঠাৎ করে দ্যাবে যায়। সিরাজদিখান থেকে ঢাকার দূরত্ব মাত্র ৩০ কি.মি. কিন্তু ব্রিজটি অচল হওয়ার কারনে কুসুমপুর-সিংপাড়া-চৌধুরী রুট দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। চৌধুরী রুটের রাস্তার মাঝে মাঝে বড় গর্ত ও বৃষ্টির পানি জমে থাকাতে আরো ১৮ কি.মি. পথ বেশি অতিক্রম করে ঢাকা যেতে ২-৩ ঘন্টা সময় লাগে। কিন্তু ৩০ কি.মি. পথ অতিক্রম করে ঢাকা যেতে সময় লাগতো মাত্র ৩৫-৪০ মি.। গাড়ী চালকরাও ভাড়া বেশি দাবি করেন যাত্রীদের কাছে

এতে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। এলাকাবাসীর দাবি ব্রীজটি শিঘ্রই যেন পুনরায় মেরামত করা হয়।

সাকিল হাসান, সিরাজদিখান, মুন্সীগঞ্জ: বিডি রিপোর্ট ২৪

Leave a Reply