শ্রীনগরে ৮ কিলোমিটার এলাকাজুড়ে পদ্মার থাবা

ভাঙনের সঙ্গে বাড়ছে আতঙ্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ৮ কিলোমিটার এলাক জুড়ে পদ্মা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে ১৪টি গ্রামের মানুষ। তীব্র হুমকির মুখে রয়েছে মাওয়া-ভাগ্যকুল সড়ক, ঢাকা-দোহার সড়কের কামারগাঁও বাজার। জানা গেছে, কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে রাক্ষসী পদ্মার শ্রীনগর এলাকায় প্রচ- ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নসহ আশপাশের প্রায় ৮ কিলোমিটার এলাকায় অবস্থিত শতাধিক বসতভিটা ও ভাগ্যকুল বাজারের বহু দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের শেষ সম্বল গরু-বাছুর, হাঁস-মুরগি রাখার জায়গা টুকুও নেই। প্রাচীন এ জনপদটি নদীর তীরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপানাও নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বেড়িবাঁধের বড় রাস্তাও পানি ছুঁই ছুঁই করছে । পদ্মার তিরবর্তী মানুষদের একটাই চিন্তা পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবে তারা। শ্রীনগরের পদ্মার তীরে এখন শুধু ভাঙন কবলিত মানুষের আহাজারি। ভাঙন রোধে কেউ কোনো দৃষ্টি দিচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

মেহেরজান বেগম ধ্বংসস্তূপের ভাঙাচোরা ঘরবাড়ির ওপর দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চারটা ঘর গেলগা এক রাইতে। গাঙ্গে আমাগো ফকির বানাইয়া হালাইলো, এহন আমরা কোথায় থাকুম?’ মান্দ্রা গ্রামের রেণু বেগম বলেন, ‘গত বছর গাঙ্গে আমাগো বাড়িঘর, জমিজমা সব নিছে, অন্যের বাড়িতে আশ্রয় নিছিলাম, এখন এই বাড়িটাও নদী ভাইঙ্গা নিল, যাওয়ার আর জায়গা নাই।’ ভাগ্যকুল বাজারের তেল ব্যবসায়ী খালেক বলেন, ‘রাতে পদ্মায় দোকান নিয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে তেল বিক্রি করছি। এখন মনে হচ্ছে, রাস্তাটাও গিলে খাইবো।’ ভাগ্যকুল গ্রামের জলিল বেপারি আফসোস করে বলেন, ‘বাপ-দাদার আমলে জমিজমা ঘরবাড়ি সবই খাইল পদ্মায়, এখন থাকার জায়গা নাই। নদীর পাড়ে একটা ঘর ভাইঙ্গা থুইছি, আরেকটা আছে হেইডাও ভাঙতে অইব।’ স্থানীয় মতি সারেং, রহিম শেখসহ কয়েকজন জানান, চার বছর ধরে পদ্মায় অব্যাহত ভাঙনে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হলেও ভাঙনরোধে সরকারিভাবে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভাঙন দেখতে মন্ত্রী-এমপিসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এসে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। এদিকে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, পদ্মার ভাঙন পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply