সড়ক দুর্ঘটনায় প্রভাষক সোনিয়া আফরোজ নিহত হওয়ায় মুন্সীগঞ্জের শ্রীনগরের খাহ্রা আদর্শ কলেজ ২ দিন বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। শোক পালনের লক্ষ্যে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কলেজটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত মঙ্গলবার ঢাকা থেকে বাড়ৈইখালীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাহ্রা নামক স্থানে খাদে পড়ে যায়।
এতে বাসের যাত্রী খাহ্রা আদর্শ কলেজের প্রভাষক সোনিয়া আফরোজ নিহত ও ১০ জন আহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে। নিহত হওয়ার পর থেকে ঢাকা-বাড়ৈইখালী সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার দিনভর এ সড়কে কোনো বাস চলাচল করেনি।
কলেজের শিক্ষার্থীরা জানায়, প্রভাষক নিহত হওয়ায় শোক পালনের জন্য কর্তৃপক্ষ কলেজটি ২ দিনের বন্ধ ঘোষণা করেছেন।
Leave a Reply