আউটশাহী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থীর অভিযোগ

টঙ্গিবাড়ীর আউটশাহী ইউনিয়ন পরিষদের এক সদস্য পদপ্রার্থী তাঁকে নির্বাচনে হারিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। প্রার্থী ডালিম সরকার বলেন, ‘১৮ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর দোরাবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯০ ভোট পেয়ে ইউপি সদস্য পদে আমি জয়ী হই। আমাকে জয়ী ঘোষণা করে রেজাল্ট শিটও দেওয়া হয়। কিন্তু আরেক প্রার্থী রহমান শেখ স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা এবং প্রিসাইডিং অফিসার শ্যামল কুমার রায়ের সঙ্গে যোগসাজশ করে পুনরায় ভোট গণনার দাবি জানান। এ সময় রহমান শেখের দুটি ভোট বেড়ে আমার সমান ২৯০ ভোট হয়। দুজনের ভোট সমান হওয়ায় ফল স্থগিত করে স্থানীয় প্রশাসন।’ ডালিম সরকার আরো বলেন, ‘যোগসাজশের নমুনা রেজাল্ট শিটে স্পষ্ট দেখা যায়। দ্বিতীয় দফায় গণনা করা রেজাল্ট শিটে প্রিসাইডিং অফিসার ইনিশিয়াল দিলেও যোগফল ভুল করেন। এখন তাঁরা উপজেলা থেকে তদবির করে আমাকে হারানোর ব্যবস্থা করছেন।’ স্থানীয় প্রশাসনও তাঁদের পক্ষ নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। ফলাফলে গড়মিলের কথা স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার শ্যামল কুমার রায়। তিনি বলেন, ‘সবার উপস্থিতিতে দ্বিতীয় দফা ভোট গণনা করা হয়েছে। সময়ের কারণে যোগফল তাৎক্ষণিক মেলাতে পারিনি। তবে উপজেলায় ফ্রেশ কপি দেওয়া হয়েছে।’

Leave a Reply