কাঠপট্টি খেয়াঘাট নিয়ে

কাঠপট্টি খেয়া ঘাটের দখল নিয়ে পঞ্চসার ইউপি ও মিরকাদিম পৌরসভার মধ্যে চলছে এখন চরম দ্বন্দ্ব। প্রাচীন এই খেয়াঘাটটি পঞ্চসার ইউনিয়ন এলাকায় অবস্থিত। কিন্তু মিরকাদিম পৌরসভা এটি সরিয়ে পৌর এলাকায় স্থানামত্মরিত করার অপতৎপরতা চলাচ্ছে বলে শুক্রবার সন্ধ্যায় অভিযোগ করেছে পঞ্চসার ইউপি। এই ঘাট সরিয়ে নিলে এলাকার মানুষের বিড়ম্বনাসহ এই ইউনিয়ন অর্থনৈতিক ক্ষতি সাধিত হবে। এব্যাপারে মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন জানান, অভিযোগ ঠিক নয় জেলা পরিষদই চাচ্ছে এই ঘাট সরিয়ে লঞ্চঘাটের সাথে নিয়ে আসতে। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী পার হয়ে নারায়ণগঞ্জের চরসৈযদপুর আসা যাওয়া করে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply