একটা কিছু কর – রাহমান মনি

একটা কিছু কর গোলাপী
একটা কিছু কর,
নিজ দলের সব সন্ত্রাসীদের
লাগাম টেনে ধর।

এক গোলাপী স্বামীহারা
এক গোলাপী বাপ,
শোককে তোরা পুঁজি করে
উঠলি অনেক ধাপ।

ছিলি তোরা গৃহিনী যে
হইলি প্রধানমন্ত্রী,
স্বৈরাচারী লেবাস তোদের
মুখে গনতন্ত্রী।

গনতন্ত্রের সংজ্ঞাটা কি
এটাই যদি জানতি,
জনগনের মেন্ডেটটাকে
উভয়ে তোরা মানতি।

ভোটের আগের ওয়াদাগুলো
ভোটের পরে হাওয়া,
জনগনকে র‌্যাব-পুলিশের
ধাওয়া পাল্টা ধাওয়া।

ছাত্রলীগ আর ছাত্রদলের
তেলেসমাতি খেল,
রাজনীতির এই নোংরা খেলায়
জনতার হয় জেল।

জিনিস-পত্রের মুল্য চড়া
জীবন যুদ্ধে খায় যে ধরা
গ্যাস-বিদ্যূতের সাপ্লাই নেই
তবু কেন মূল্য বাড়া?

বাজার দরের পাগলা ঘোড়ার
লাগাম টেনে ধর,
একটা কিছু কর গোলাপী
একটা কিছু কর।
*******************************

One Response

Write a Comment»
  1. haire kopal amder,kothai jabo kar kase bolbo,sab rajnitibider akoy kahini.

Leave a Reply