আশঙ্কাজনক অবস্থায় আবারও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতিকে। রাজধানীর মাতুয়াইলের বাসায় গতকাল দুপুর ১২টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুতই ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বয়াতির জবান বন্ধ হয়ে যায়। বর্তমানে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসক। এদিকে ১৯শে জুন বয়াতির তিনটি নিউরোলোজিক্যাল সার্জারি সফলভাবেই সম্পন্ন হয়েছিল একই হাসপাতালে।
সেই সার্জারির পর বেশ সুস্থ অবস্থাতেই গত শুক্রবার হাসপাতাল থেকে বাসায় আনা হয় তাকে। কিন্তু তার দু’দিন পরই হঠাৎ করে অনেকটা অচেতন হয়ে পড়লে তাকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে হাসপাতালের অপারেশন (অ্যাডমিন) মাহবুবুল আলম বাবু মানবজমিনকে জানান, বয়াতি সম্পূর্ণ সুস্থ হয়েই শুক্রবার বাড়ি গিয়েছিলেন। কিন্তু হঠাৎ আবার বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শরীরও নাড়াতে পারছেন না। কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই আমরা চিকিৎসা শুরু করবো। তবে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। আবদুর রহমান বয়াতির মেজো ছেলে আলম জানান, অনেক ভাল অবস্থায় বাবাকে বাসায় নিয়ে গিয়েছিলাম। দু’দিন খুব ভাল ছিলেন তিনি। কিন্তু হঠাৎ যে কি হলো বুঝলাম না। বাবার কোন বোধশক্তিই নেই এখন। চোখও খুলছেন না। আমি আমার পরিবারের পক্ষ থেকে বাবার জন্য দেশের সবার কাছে দোয়া চাইছি।
Leave a Reply