মুন্সীগঞ্জে লঞ্চ ডুবি, ৮ জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের চরমুক্তারপুর এলাকার ধলেশ্বরী ও শীতলক্ষা নদীর মাঝামাঝি স্থানে বুধবার রাতে শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রাত ১১টা পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩জন নারী, ৩জন পুরুষ, ১জন কিশোর ও ১ জন শিশু রয়েছে। একজনের নাম মনোয়ারা (৪০) বলে জানা গেছে।

মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মো. সেলিম বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৭টার দিকে লঞ্চটি চরমুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট কারখানার সামনে ডুবে যায়। এ ঘটনায় কতজন যাত্রী নিখোঁজ রয়েছে কিংবা কতজন মারা গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

লঞ্চ ডুবিতে ১০-১২ জন নিহত হতে পারে বলে স্থানীয় একটি সূত্র জানায়।

নারায়নগঞ্জের জেলা প্রশাসক শামসুর রহমান বাংলানিউজকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও নাম পরিচয় জানাতে পারেননি।

ধাক্কা দানকারী র্কাগোটিকে আটক করা হয়েছে।

রাত সাড়ে ১০টা পর্যন্ত ২০ যাত্রী নিখোঁজ রয়েছে। এরমধ্যে জেলার গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার পাটোয়ারীও রয়েছেন।

লঞ্চের যাত্রী দয়াল (৫০), খোরশেদা (৪৮), কাঞ্চল মালা (৭৫), শাহনাজ পারভীন (৪০) ও সাহাবুদ্দিনকে আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিমজ্জিত লঞ্চ উদ্ধারে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, লঞ্চ ডুবির ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে ৫ শিশুসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জগামী এমভি দারোশিকো লঞ্চে করে তাদের মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে আনা হয়েছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক শামসুর রহমান বাংলানিউজকে জানান, ডুবুরিদল ডুবে যাওয়া লঞ্চটির স্থান নির্ধারণ করার চেষ্টা করছে। লঞ্চটি ঠিক কোথায় ডুবেছে তা নিধারণ করা যায়নি। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

উল্লেখ্য, সন্ধ্যা সোয়া ৭ টায় ৫০ জন যাত্রী নিয়ে নারায়নগঞ্জ লঞ্চঘাট ছেড়ে আসে এমভি মদিনা নামের লঞ্চটি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
———————-

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি: বহু হতাহতের আশঙ্কা

মুন্সিগঞ্জের শীতলক্ষ্যায় আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় যাত্রবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে দু’শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০-৫০ জন যাত্রী সাঁতরে ও ট্রলারে করে তীরে উঠতে সক্ষম হয়েছে। এরমধ্যে আহত দু’জনকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে শীর্ষ নিউজ ডটকমকে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এহসানুল কবির। উদ্ধারকারীদল ঘটনাস্থলে রয়েছে। তারা লঞ্চের অবস্থান সনাক্তের চেষ্টা করছেন।

আহত যাত্রী রাকিবুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে জানান, হরতালের কারণে নৌ-পথকে যাত্রীরা নিরাপদ ভেবে লঞ্চে যাচ্ছিলেন। ‘মদীনার আলো’ নামে লঞ্চটি চাঁদপুরের মতলব থেকে নারায়ণগঞ্জগঞ্জে যাচ্ছিল। ধলেশ্বরী নদী থেকে শীতলক্ষ্যায় প্রবেশের পরপরই যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তেলবাহী জাহজের সংঘর্ষে লঞ্চটি ডুবে গেছে। এতে এক শিশুসহ ৪০-৫০ যাত্রী উদ্ধার হলেও দেড় শতাধিক যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।

শীর্ষ নিউজ
———————-

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি : বহু হতাহতের আশঙ্কা ৮ জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় দেড় শতাধিক যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত নদী থেকে ৮ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় এ ঘটনা ঘটে। লঞ্চটিতে দুশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। ৪০-৫০ জন যাত্রী সাঁতরে ও ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হয়েছে। রাত সোয়া ৯টায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ প্রথম পাওয়া গেছে। আহত দুজনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের নাম কাঞ্চন মালা। তিনি মতলবের কালীপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। হাসপাতালে নেয়ার পর এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এহসানুল কবির সাংবাদিকদের জানিয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ডুবুরি ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৌঁছেছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আজিজুল আলম, পুলিশ সুপার সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল হক ও সদর থানার ওসি সহিদুল ইসলাম উদ্ধার কাজ তদারকি করছেন। রাত সাড়ে ১০টায় উদ্ধারকারী দল লঞ্চের অবস্থান শনাক্ত করেন। জেলা প্রশাসক জানান, উদ্ধারকার জাহাজ রুস্তম আজ ঘটনাস্থলে পৌঁছে লঞ্চটি উদ্ধার করবে।

আহত যাত্রী রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, হরতালের কারণে নৌ-পথকে যাত্রীরা নিরাপদ ভেবে লঞ্চে যাচ্ছিলেন। এনভি মদীনা নামে লঞ্চটি চাঁদপুরের মতলব থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সন্ধ্যায় ধলেশ্বরী নদী থেকে শীতলক্ষ্যায় নারায়ণগঞ্জের বন্দর থানার শান্তিনগর ও মতলবের চরমুক্তারপুর সীমান্তে প্রবেশের পরপরই যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তেলবাহী একটি জাহাজের সংঘর্ষে লঞ্চটি ডুবে গেছে। এতে এক শিশুসহ ৪০-৫০ যাত্রী উদ্ধার হলেও দেড় শতাধিক যাত্রী এখনও নিখোঁজ রয়েছে।

আমার দেশ
———————-

Leave a Reply