সিরাজদিখানে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবুল বাসার হাওলাদার নামে ১ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল ৬১ ভরি স্বর্ণালঙ্কার , নগদ ৩ লাখ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। মঙ্গলবার রাত সোয়া ২টায় উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইছাপুরা গ্রামের ব্যবসায়ী আবুল বাসার হাওলাদারের বাড়িতে ১৪ থেকে ১৫ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সকলকে হাত পা বেঁধে রাখে। এ সময় তারা ঘরে থাকা ৬১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ব্যবসায়ীর পরিবার সূত্র জানায়, ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় আবুল হাসান বাদী হয়ে মামলা রুজু করেছেন। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পুলিশ মাঠে রয়েছে।

শীর্ষ নিউজ
————————

মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাপড় ব্যবসায়ীর বাড়িতে বুধবার ডাকাতি হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, জেলার সিরাজদিখানের ইছাপুরা গ্রামের ব্যবসায়ী আবুল বাশার হাওলাদারের বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে পরিবারের সকলকে হাত-পা বেঁধে ফেলে। পরে স্টিলের আলমারী ভেঙ্গে ৭০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
————————

Leave a Reply