হাবিব-ন্যান্সির রসায়ন

হাবিব-ন্যান্সির পরিচয়টা ২০০৬ সালে। সূত্রধর : হাবিবের বাবা খ্যাতনামা পপতারকা ফেরদৌস ওয়াহিদ। হাবিবের ক্যারিয়ারের শুরুতে সবকিছু দেখভাল করতেন তিনি। তারই তত্ত্বাবধানে শুরু থেকেই হাবিব যেখানেই হাত ফেলেছেন, সেখানেই সোনা ফলেছে। অডিও, চলচ্চিত্র, জিঙ্গেল কিংবা স্টেজ সর্বত্র বাবার পরিকল্পনায় হাবিবের জয়জয়কার হয়েছে। বাবা ফেরদৌস ওয়াহিদ এ প্রসঙ্গে বললেন, ‘সব কৃতিত্ব আমার একার নয়। ছেলের মেধা ছিল। আমি শুধু বারুদের মধ্যে একটু আগুন জ্বালিয়ে দিয়েছি।’

সেই যে হাবিব ছুটলেন আজো উল্কার মতোই উড়ছেন। তো, ২০০৬ সালে প্রথম ‘হৃদয়ের কথা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় হাবিবের অভিষেক ঘটেছিল। প্রথম ছবি বলে কথা! দারুণ সিরিয়াস ছিলেন তিনি। এ ছবির ‘ভালোবাসব বাসব রে’ গানটির কোরাস পার্টে অন্যরকম একটা ভোকাল খুঁজছিলেন হাবিব। বেশ ক’জনের ডেমো নেয়ার পরও তার পছন্দ হচ্ছিল না। ফেরদৌস ওয়াহিদ তখন ন্যান্সির সন্ধান দিয়ে হাবিবকে বললেন, ‘তুমি শুধু একবার শোনো।’ সেই প্রথমবার ন্যান্সির কণ্ঠ শুনেই বিমুগ্ধ হাবিব। এই একটি গানে কোরাস পার্ট গেয়ে ন্যান্সিরও ক্যারিয়ারের চরম উত্থান ঘটল। কাউকেই আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত দুজনের রসায়নটা দারুণ জমে ওঠেছে। অডিও এবং চলচ্চিত্রে দ্বৈত কণ্ঠে দুজনেই গেয়ে গেছেন একের পর এক শ্রোতা নন্দিত গান।

ন্যান্সি সম্পর্কে হাবিব বললেন, ‘বাবার ঋণ কোনোদিন সন্তান পূরণ করতে পারে না। তবুও বলব, ন্যান্সির জন্য আমি বাবার কাছে চির ঋণী। তিনি যথার্থই একটা কণ্ঠস্বর খুঁজে বের করেছেন। ওর কণ্ঠটা এতটাই পরিশীলিত আর স্পষ্ট যে, আমি শুধু ‘মুগ্ধ’ বললে কম বলা হয়। আমি রীতিমত অবাক হয়েছি। আগে জানতাম না। পরে জেনেছি, সে ছেলেবেলা থেকে নজরুলগীতি চর্চা করেছে।’

ন্যান্সি বললেন, ‘আমার গায়কী, থ্রোয়িং, কণ্ঠস্বর সবচেয়ে ভালো বুঝতে পারেন হাবিব ভাই। উনি একজন কমপ্লিট সঙ্গীত পরিচালক। শুধু আমাকে নয়, সবাইকেই উনি চমৎকারভাবে বুঝতে পারেন। এজন্য নতুন যে শিল্পীরাই উনার সঙ্গে কাজ করেছেন সবাই জনপ্রিয় হয়েছেন। এটাই একজন সঙ্গীত পরিচালকের কৃতিত্ব।’
হাবিব-ন্যান্সি এখন গানের জনপ্রিয় জুটি। হাবিব তার সুপারহিট সব দ্বৈত গানই ন্যান্সিকে দিয়েছেন। প্রসঙ্গটা টানতেই ন্যান্সি বললেন, ‘নিঃসঙ্কোচে আমি স্বীকার করি যে, আজকের ন্যান্সি শ্রোতাদের অকৃত্তিমভাবে হাবিব ভাই উপহার দিয়েছেন। শুরু থেকে আজ পর্যন্ত উনি আমাকে প্রপারওয়েতে গান গাওয়ার সুযোগ করে দিয়ে যাচ্ছেন। শ্রোতারাই আমাদের দ্বৈত গান বেশি বেশি শুনছেন। অতএব শ্রোতারাই আমাদের জুটি বানিয়েছেন।’ হাবিব বলেন, ‘আমরা দুজনেই কিন্তু অন্যদের সঙ্গেও গাইছি। কমবেশী শ্রোতারা সেসব গানও শুনছেন। ন্যান্সির সঙ্গে যে গানগুলো যায় শুধু সেগুলোই আমরা গাই। আমার মনে হয়, আমাদের দুজনের গাওয়ার ফিলটা শ্রোতাদের বেশি স্পর্শ করে।’

অনুযোগের সুরে হাবিব বলেন, ‘অনেকেই বলেন, ন্যান্সি আমার সৃষ্টি। এটা ঠিক না। আমি হয়তো গান সুর করেছি, কম্পোজিশন করেছি। কিন্তু ন্যান্সি যদি না গাইতে পারত তাহলে সবটাই বিফলে যেত। কিছু কিছু গানে আমি ন্যান্সির কোনো বিকল্প পাই না। সে গানগুলোই ন্যান্সিতে গাইতে বলি। আমার গানের আবেদন আর ফিলটা ন্যান্সিও সমানভাবে উপলব্ধি করতে পারে বলেই আজ সবাই আমাদের জুটি হিসেবে আখ্যায়িত করছে।’ ন্যান্সিও একই প্রসঙ্গে বলেন, ‘প্রত্যেকের ফিলিংসটা একরকম নয়। তেমনি প্রতিটি গানের কথা, সুর, আবেদনও ভিন্ন ভিন্ন। আমাদের জনপ্রিয় সব গানের এ বিষয়গুলো আমরা সমন্বয় করেই গেয়েছি। এজন্য সবটুকু কৃতিত্ব আমি হাবিব ভাইকেই দেব।’

এখন তো আপনি ন্যান্সির একক অ্যালবাম করছেন। এ অ্যালবামটি সম্পর্কে বলুন। হাবিব বললেন, ‘অনেক সময় নিয়ে অ্যালবামটি করছি। অনেকদূর কাজও সম্পন্ন হয়ে গেছে। ভেবেছিলাম এবার ঈদে রিলিজ হবে। কিন্তু আমার এক মাসের আমেরিকা ট্যুরের জন্য অ্যালবামটি কোরবানির ঈদে রিলিজ হবে। এ অ্যালবামটি আমি অনেক বেশি আশাবাদী। ন্যান্সির গায়কী নিয়ে আমি এখন পর্যন্ত সন্তুষ্ট। এ অ্যালবামে শ্রোতারা নতুন এক ন্যান্সিকে খুঁজে পাবেন, আপাতত এ টুকুই বলতে পারি।’

শুধু চলচ্চিত্র আর অডিওতেই নয়, ‘ভালোবাসব বাসব রে’ গানটির বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলেও হাবিব-ন্যান্সি হিট। এরপর এস এ হক অলীকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির ‘পৃথিবীর যত সুখ’ গানটি গেয়ে ন্যান্সি নিজেকে প্রমাণ করে দিলেন। একে একে এ জুটি গাইলেন, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ছবিতে ‘তোমারে দেখিল পরানও ভরিয়া’, মোস্তফা সরোয়ার ফারুকীর থার্ড পারসন সিংগুলার নাম্বার ছবিতে ‘দ্বিধা’ (বাহির বলে দূরে থাকুক), ‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে ‘এত দিন কোথায় ছিলে’ এবং ‘এই তো প্রেম’ ছবিতে ‘আমি তোমার মনের ভেতর’ গানগুলো। এত এত জনপ্রিয় গানের পর সব নির্মাতারাই গান হাবিবকে ন্যান্সির সঙ্গে গাইতে বলেন। এই জোয়ারে হাবিব কিন্তু একটুও ভেসে যাননি।

তিনি সব নির্মাতাদেরই একটি কথাই বলেছেন, যে গানে ন্যান্সিকে প্রয়োজন শুধু সে গানই তাকে গাওয়াব।
আসলে দুজনার বোঝাপড়াটা দারুণ মজবুত। ন্যান্সি বলেন, ‘কোনো গান হাবিব ভাই আমাকে দিয়ে গাওয়ালেন আর গাওয়ালেন না তা কখনো ভাবি না। যখন কোনো গাওয়ার জন্য উনি আমাকে ডাকেন সেটা মন-প্রাণ উজাড় করে গাওয়ার চেষ্টা করি। হাবিব ভাই দারুণ জনপ্রিয় একজন তারকা হলেও সাদাসিদে মনের মানুষ। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে।’ হাবিব বলেন, ‘ওর সঙ্গে কাজ করে বুঝেছি, ও বেশি গান গাইতে চায় না। তবে যেটা গাইবে সেটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে গায়।’

Leave a Reply