বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ক্লিঙ্কার, গম ও লবণবাহী বড় বড় জাহাজ বিপজ্জনকভাবে নোঙর করায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে মন্ত্রী, বিআইডব্লিউটিএকে অবগত করেও কোনো কাজ হয়নি। ফলে শীতলক্ষ্যায় একের পর এক নৌ-দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত বুধবার লঞ্চডুবির ঘটনা ঘটে। তবে বিআইডব্লিটিএ নৌ-দুর্ঘটনার জন্য সরকারি নির্দেশনা অমান্য করাকে দায়ী করছেন।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জের মদনগঞ্জ ও মুন্সীগঞ্জের চরমুক্তারপুরে ৭ থেকে ৮টি সিমেন্ট ফ্যাক্টরি গড়ে উঠেছে। এসব ফ্যাক্টরির সিমেন্ট তৈরির ক্লিঙ্কার ও অ্যাশ নিয়ে এবং নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় গম ও লবণ নিয়ে আসা বড় বড় একাধিক জাহাজ শীতলক্ষ্যায় মাঝ নদীতে বিপজ্জনকভাবে নোঙর করে রাখে।
যাত্রী পরিবহন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বদিউজ্জামান বাদল জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোনো কাজ হয়নি। বিষয়টি কৌশলে এড়িয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া নৌ-দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে চালকদের অসর্তকতাকে দায়ী করেছেন। গত বুধবার রাতে চরমুক্তারপুরে লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকারী জাহাজ রুস্তমে অবস্থান নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, জাহাজ ও লঞ্চের চালকরা সতর্কতার মাধ্যমে চলাচল করলে নৌ-দুর্ঘটনা অনেকাংশই কমে যেত। এছাড়া তিনি সরকারি নির্দেশনা অমান্য করারও অভিযোগ তুলেন। এ সময় তেলবাহী জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া এমভি মদিনার আলো নামের লঞ্চটি উদ্ধার কাজ চলছিল।
তবে বিআইডব্লিউটিএ’র অপর এ কর্মকর্তা জানান, শীতলক্ষ্যা নদীতে নাব্য কমে যাওয়ার অজুহাতে বড় বড় জাহাজগুলো ঝুঁকিপূর্ণভাবে মাঝ নদীতে নোঙর করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ একাধিকবার সর্তক করা হলেও কোনো কাজই হচ্ছে না। এছাড়া সন্ধ্যার পর বালুবাহী লঞ্চ চলাচল নিষিদ্ধ করা হলেও তাও অমান্য করা হচ্ছে।
এদিকে গত বুধবার রাতে শীতলক্ষ্যা নদীতে দেখা গেছে, মুন্সীগঞ্জের চরমুক্তারপুরে কয়েকটি সিমেন্ট ফ্যাক্টরির মালামাল নিয়ে ১৯টি মালবাহী বড় বড় জাহাজ শীতলক্ষ্যা নদীর মাঝখানে এলোমেলোভাবে নোঙর করে রাখা হয়েছে। লঞ্চ ও অন্যান্য নৌযান স্বাভাবিকভাবে চলাচলের পথ প্রায় অবরুদ্ধ। এর মধ্যেই মারাত্মক ঝুঁকি নিয়ে কিছু নৌযান চলাচল করছে। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তরা উদ্ধারকারী জাহাজ রুস্তমে অবস্থান করে এলোমেলোভাবে রাখা ওই জাহাজগুলো প্রত্যক্ষ করেছেন।
Leave a Reply