মুন্সীগঞ্জে ইছামতি নদীতে নির্মাণাধীন ভবন ভাঙার নির্দেশ

সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ইছামতি নদীতে বহুতল ভবন নির্মাণ শিরোনামে মানবজমিনে সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে স্থানীয় জনসাধারণ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদুল ইসলাম ও এসি (ল্যান্ড) মাহবুবা আইরিনসহ অন্য কর্মকর্তারা। তাৎক্ষণিক ভূমি অফিসের নকশা অনুযায়ী মেপে বিল্ডিংটির সামনে ও পিছনের অংশের সরকারি ভূমি ও নদী অবৈধভাবে দখল করে নির্মাণ করা ১৭ ফিট বিল্ডিং ভাঙার নির্দেশ দিয়েছেন। ৩ দিনের মধ্যে বিল্ডিং ভাঙার জন্য লিখিত নোটিশ দেয়া হয় বিল্ডিং মালিক জিলা উদ্দিন জিলানীকে। এ ব্যাপারে এসি (ল্যান্ড) মাহবুবা আইরিন বলেন, সরকারি ভূমি ও নদী অবৈধভাবে দখল করে নির্মাণ করা বিল্ডিংয়ের ১৭ ফিট ভাঙার নির্দেশ দিয়ে জরুরি নোটিশ দেয়া হয়েছে। ৩ দিনের মধ্যে বিল্ডিং ভাঙা না হলে সরকারি উদ্যোগে আমরা বিল্ডিংটি ভেঙে ফেলবো। উল্লেখ্য, ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা বাসস্ট্যান্ডের কাছে ইছামতি নদী ও রাস্তার পাশের হালটের সরকারি জায়গার অংশ জুড়ে এ বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছিল। বিল্ডিং মালিক জিলানী বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী বিল্ডিংটি আমি ভেঙে ফেলবো।

Leave a Reply