লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতীর শারীরিক অবস্থা উন্নতির পথে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার ফলে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউ থেকে গত ৬ জুলাই বুধবার সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে বয়াতীর ছেলে আলম জানিয়েছেন, ‘বাবার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এখন তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে বিপদ এখনো কাটেনি। এখনো কথা বলতে পারছেন না তিনি। ইশারা করেন মাঝে মধ্যে। হাত-পাও তেমন নাড়াতে পারছেন না। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বাবার এই শারীরিক অবস্থা সাময়িক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সার্জারির পর অনেকের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। চিকিৎসকরা তাকে খুব সাবধানতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। কেননা এই পরিস্থিতিতে স্ট্রোক করলে অবস্থা বিপজ্জনক হতে পারে।
দিনের শেষে
Leave a Reply