পদ্মা সেতু: দরপত্র আহ্বানে বিশ্বব্যাংকের সম্মতি

পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য দরপত্র ডাকার বিষয়ে সম্মতি দিয়েছে বিশ্বব্যাংক। এ কাজের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচটি প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই করে বিশ্বব্যাংক এ সম্মতি দেয়। গত জানুয়ারিতে ওই প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদরদপ্তরে পাঠায় সরকার।

শুক্রবার পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান বলে সরকারের এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

২৯০ কোটি ডলার ব্যয়ে মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাপান সরকারের আর্থিক সহায়তায়।

সরকার ইতোমধ্যে এ কাজের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি, এডিবির সঙ্গে সাড়ে ৬১ কোটি, জাপানের সঙ্গে ৪০ কোটি এবং আইডিবির সঙ্গে ১৪ কোটি ডলারের ঋণ চুক্তিতে সই করেছে।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার।

এরইমধ্যে মূল সেতু, নদীশাসন ও সেতুর দুই পাশের সংযোগ সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে।

এ সেতুর নির্মাণ কাজ শেষ হলে প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে এবং দারিদ্র্য শূন্য দশমিক ৮৪ শতাংশ কমে আসবে বলে দাবি করছে সরকার।

Leave a Reply