অপহরণ মামলায় আসামিদের পরিবর্তে অপহূত ব্যবসায়ী দুলাল হোসেনকে উদ্ধারকারী ইউপি সদস্য প্রার্থীসহ ২ জনকে গ্রেফতার করে ঢাকার রমনা থানায় নিয়ে যায় পুলিশ। পরে অপহূত ব্যবসায়ীর জবানবন্দি পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়। শনিবার পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।স্থানীয় সূত্র জানায়, আকবর, হুমায়ুন, আলমগীর ও লাভলুসহ বেশ কয়েকজন ব্যবসায়ী দুলাল হোসেনকে ঢাকা থেকে অপহরণ করে। তারা ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা পাবে বলে স্থানীয়দের জানিয়েছিল অপহরণকারীরা। এক পর্যায়ে অপহূত ব্যবসায়ী দুলাল মুন্সীগঞ্জ সদরের বাগেরহাট বাজারে অবস্থানকালে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এতে বাবু গাজীসহ স্থানীয় লোকজন উদ্ধারের পর তাকে হেফাজতে রেখে ব্যবসায়ীর ছেলেকে সেলফোনে অবগত করেন। এ খবরে ঢাকার রমনা থানা পুলিশ মুন্সীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা চায়। এতে মুন্সীগঞ্জ পুলিশের কথামতো গত বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য রবিউল আউয়াল উদ্ধার করা অপহূত ব্যবসায়ীকে মুন্সীরহাট বাজারে নিয়ে আসেন। এ সময় রমনা থানা পুলিশ অপহূত ব্যবসায়ীকে উদ্ধারসহ সন্দেহ হওয়ায় ইউপি সদস্য রবিউল আউয়ালসহ উদ্ধারকারী বাবু গাজীকেও গ্রেফতার করে।
রমনা থানার তদন্ত কর্মকর্তা এমএ আজিজ জানান, সন্দেহ হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতরাই উদ্ধার করেছে অপহূত ব্যবসায়ী এ কথা জানালে তাদের ছেড়ে দেয়া হয়। তিনি আরো জানান, মামলার মূল আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সমপ্রতি ঢাকার রমনা থানা এলাকার ব্যবসায়ী দুলালকে অপহরণের পর মুন্সীগঞ্জের বাঘাইকান্দি গ্রামে আটকে রাখা হয়। এতে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।
Leave a Reply