আদালতে অঙ্গীকারনামা দাখিল করে জামিন নিয়েছেন মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের ২ গ্রুপের নেতৃবৃন্দ, বিজয়ী ও পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী। আজ সোমবার মুন্সীগঞ্জ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে এ অঙ্গীকারনামা দাখিল করে জামিনের প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন। আধিপত্য ও ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ গ্রুপের নেতৃবৃন্দসহ ৪৮ জনের নামে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় জামিন নিতে আজ আদালতে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ অঙ্গীকারনামা দেন।
সূত্র জানায়, স্পেশাল ট্রাইবুনালের ৩৬/১১ নং মামলায় মোল্লাকান্দি ইউয়িনের আওয়ামী লীগের এক গ্রুপের নেতা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহআলম মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খান, আওয়ামী লীগ নেত্রী কল্পনা বেগম। অপর গ্রুপের নেতা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মোল্লা, বর্তমান চেয়ারম্যান আজিজ মল্লিক, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী রিপন পাটোয়ারীসহ সব আসামিরা আজ স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে জামিনের প্রার্থনা করেন। এতে আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ জামিন নামঞ্জুর করতে চাইলে দুই গ্রুপের নেতৃবৃন্দ তাদের ইউনিয়নে আর সহিংস ঘটনা ঘটবে না এই মর্মে অঙ্গীকারনামা দাখিল করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
সূত্র আরো জানায়, এ অঙ্গীকারনামায় মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী স্বাক্ষর করেছেন। এতে তারা উল্লেখ করেন, প্রকাশ্য আদালতে স্বীকার ও অঙ্গীকার করছি যে, আজ থেকে মোল্লাকান্দি ইউনিয়নে যে কোনো প্রকার দলীয় সহিংসতা চিরতরে বন্ধ করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। আমাদের নির্বাচনী এলাকায় ভবিষ্যতে সহিংসতার জন্য আমরা উভয়ে সমভাবে দায়বদ্ধ থাকব। আমরা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে স্বেচ্ছায়,স্বজ্ঞানে উক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি।
পুলিশ সূত্র জানায়, আধিপত্য ও ইউপি নির্বাচন নিয়ে আ’লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে দুই গ্রুপের নেতৃবৃন্দসহ ৪৮ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে পুনরায় নিম্ন আদালতে জামিন নেন। পরে ওই মামলা সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে স্থানান্তর হলে আজ তারা ওই আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। এতে আদালত অঙ্গীকারনামা রেখে তাদের জামিন দেন।
Leave a Reply