মুন্সীগঞ্জে মেঘনা নদীতে জাহাঙ্গীর আলম নামের এক জেলে নিখোঁজ হয়েছে। রোববার রাতে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে সে আজ ফিরে আসেনি। আজ সোমবার দিনভর তার স্বজনরা মেঘনা নদীতে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা সদরের আধারা ইউনিয়নের জেলে জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো রোববার রাতে ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় ট্রলার থেকে পড়ে গিয়ে ট্রলারের পাখায় আঘাত পেয়ে সে পানিতে তলিয়ে যায়। রোববার রাতে ও আজ সোমবার নদীতে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
Leave a Reply