
অপরিবর্তিত রয়েছে দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থা। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ১০৭ নম্বর কেবিনে থাকা বয়াতি এখনও রয়েছেন অনেকটা নিথর অবস্থায়। কোন কথাই বলতে পারছেন না তিনি। খাওয়া দাওয়াও তেমন একটা করতে পারছেন না বলে জানিয়েছেন বয়াতির পরিবার। প্রায় ১৬ দিন ধরে প্রাকৃতিক কার্যাদী করতে পারছেন না তিনি। আর এটাই বয়াতির অসুস্থতার মূল কারণ বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বয়াতির রক্তচাপও বেশ ওঠানামা করছে। আইসিইউ থেকে কেবিনে আনার পর থেকেই তার এই নিথর অবস্থা বিদ্যমান রয়েছে। বয়াতির চিকিৎসা বিষয়ে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এডমিন (অপারেশন) মাহবুবুল আলম বাবু বলেছেন, আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি যে, বয়াতির শরীরের প্রায় সব কিছুই স্বাভাবিক রয়েছে। তবে বাথরুম হচ্ছে না একদমই। আমরা বেশ কিছু বিকল্প ব্যবস্থা অবলম্বন করেছি। এর বাইরে আজ (গতকাল রাতে) তার শরীরের প্যারামিটার আবারও পরীক্ষা করা হবে। এর পর থেকেই আমরা মূল চিকিৎসায় যেতে পারবো। তবে এই সময়ে স্ট্রোক হয়ে গেলে বেশ বিপদ বয়ে আনতে পারে। এদিকে বয়াতির মেজো ছেলে আলম মানবজমিনকে বলেন, কেবিনে আনার পর থেকেই বাবার অবস্থা অপরিবর্তিত রয়েছে। সারাদিন পড়ে থাকেন চোখ বন্ধ করে। কিছু তেমন খেতেও পারছেন না। কোন কথাও বলতে পারছেন না। এবার খুব বেশি নিথর হয়ে পড়েছেন তিনি। সবাই দোয়া করবেন যেন বাবা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারেন।
Leave a Reply