শ্রীনগরে শিশু হত্যার চেষ্টা, ২ দিনেও মামলা নেয়নি পুলিশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নে আঁখি আক্তার (৭) নামের এক শিশুকে হত্যা চেষ্টার ২ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি থানা। গত মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করে বলে আাঁখির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হয়। কিন্তু আজ বৃহস্পতিবার পর্যন্ত তা মামলা হিসেবে নেয়নি পুলিশ। শিশু আঁখি এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। সে হাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।

জানা যায়, উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের সবুজ গ্রামের ইদ্রিস শেখের মেয়ে আঁখি আক্তারকে মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে প্রতিহিংসার জের ধরে তার বড় বোনের দেবর আরশাদ গলায় চেপে ধরে বুকের উপর দাড়িয়ে হত্যার চেষ্টা করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেললে মৃত্যু নিশ্চিত মনে করে আরশাদ চলে যায়। এ সময় পাশের গ্রামের এক কৃষক রাস্তা দিয়ে যাওয়ার সময় আঁখির গোঙানি শুনে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ওইদিন রাতে আরশাদ ও তার লোকজন হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে হুমকি দিয়েছে বলে জানা গেছে।

বাবা ইদ্রিস শেখ জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হলেও তা এখনো মামলা হিসেবে দায়ের করা হয়নি। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা আরশাদের পক্ষ নিয়ে মামলা না করার জন্য নানাভাবে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে।

এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই মনির জানান, ঘটনার তদন্তের কারণে মামলা দায়ের করতে বিলম্ব হচ্ছে। তবে মামলা দায়ের করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Reply