সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী মিরসরাই যাচ্ছেন

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) মিরসরাই ট্রাজেডিতে নিহত স্বজনদের সমবেদনা জানাতে রোববার বিকেলে মিরসরাই যাচ্ছেন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে এক ফ্যাক্স বার্তায় সাবেক এ রাষ্ট্রপতির মিরসরাই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি জানান, দুপুর ২টায় একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা হয়ে বিকেল সোয়া ৩টায় তিনি আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছাবেন বলে জানা গেছে।

বি. চৌধুরীর মিরসরাই সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান চৌধুরী।

এদিকে, দুপুরে মিরসরাইয়ের স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফসহ মিরসরাই উপজেলা আওয়ামী লীগের নেতারা নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

এ সময় সাংসদ মোশারফ হোসেন ব্যক্তিগতভাবে মায়ানী এলাকায় নিহত ২৩ স্কুল শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে ও আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply