মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মাওয়া ঘাটে লঞ্চ থেকে নামতে গিয়ে পদ্মায় পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলেন ৬৫ বছরের আম্বিয়া বেগম । লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার ও অসাবধাণতার কারণেই ওই মহিলা পদ্মায় পড়ে যায় বলে অভিযোগ রয়েছে। মাওয়া ঘাট সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১ টার দিকে কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে একটি লঞ্চ মাওয়া লঞ্চ টার্মিনালে আসে। লঞ্চটি ঠিকমত দঁড়ি দিয়ে বাঁধার পূর্বেই যাত্রী সাধারণ নামতে শুরু করে।
এসময় আম্বিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নাতির হাত ধরে নামার সময় পা ফসকে নদীতে পড়ে যায়। ভরা বর্ষায় প্রমত্তা পদ্মার স্রোতের টানে বোরকা পরিহিত ওই মহিলা লঞ্চ টার্মিনালের পল্টুনের নীচ দিয়ে প্রায় ৩০ গজ দূরে মাওয়া ৩ নং ফেরি ঘাট সংলগ্ন মাঝিকান্দি সিবোট ঘাটের কাছে ভেসে উঠে। এসময় দুলাল নামের এক সিবোট চালক মহিলাকে দেখতে পেয়ে সিবোটে তুলে ঘাটে নিয়ে আসে। এসময় সুমন নামে ২০/২২ বছরের এক যুবক মহিলা তার দাদি দাবি করে তাকে অজ্ঞান অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি সুস্থ হয়ে ফিরেছেন।
লৌহজংয়ের ওসি সুব্রত সাহা জানান, লঞ্চ কর্তৃপক্ষকে এব্যাপারে সর্তক করা হয়েছে। অভিযোগ আসলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
লঞ্চ কর্তৃপক্ষের অসাবধানতা ও অবহেরার কারণে মাওয়া ঘাটে এরকম দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটছে বলে যাত্রী সাধারণের নিকট থেকে অভিযোগ পাওয়া গেছে। যা কি-না অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দেখা দেয়।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply