মোটরযান আইন শক্তিশালী করার দাবি বি. চৌধুরীর

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মোটরযান আইনকে আরো শক্তিশালী করে দুর্ঘটনা হ্রাসের জন্য সরকারে প্রতি দাবি জানিয়েছেন। শুধু আইন করলে হবে না, আইনকে বাস্তবে প্রয়োগ করতে প্রশাসনকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকার মোটরযান আইনকে প্রয়োজনে সংস্কার করলে আমাদের দল সমর্থন জানাবে। চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের সমবেদনা জানাতে আজ রোববার বিকেলে স্থানীয় আবু তোরাব স্কুল মাঠে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন তিনি।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, এ ঘটনায় যাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আল্লাহ যেন তাদের সে ক্ষতিপূরণ করে দেন। শোকসভায় তিনি তার দলের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারের সদস্যদের হাতে নগদ ১৫ হাজার টাকা করে অনুদান তুলে দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিকল্প ধারার কেন্দ্রীয় নেতা শিল্পপতি মেজর (অব.) এমএ মান্নান, মীরসরাই উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর নিজামী ও আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেকী। পরে বি. চৌধুরী দুর্ঘটনাকবলিত স্থান পরির্দশন এবং নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা জানান।

শীর্ষ নিউজ

Leave a Reply