শ্রীনগরে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবার বিকেলে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কয়কীর্তন কুশিয়ারাপাড়া গ্রামের কবরস্থানের পাশের পুকুর থেকে পুলিশ বিকেল সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করে। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে কালো রংয়ের প্যান্ট ও আকাশী রংয়ের গেঞ্জি পরিহিত অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষ প্রয়োগে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
————————————–

শ্রীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-দোহার সড়কের কয়কীর্তন গ্রামের কবরস্থান সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উপজেলার ঢাকা-দোহার সড়কের কয়কীর্তন গ্রামের কবরস্থান সংলগ্ন ডোবায় একটি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে তা শনাক্ত করা যায়নি। তবে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এ যুবককে অন্য কোথাও হত্যা করে হত্যাকারীরা ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় ও হত্যার কারণ এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শীর্ষ নিউজ

Leave a Reply