মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুন্সীগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮-০ গোলে রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বালিকা ফুটবল দলটি একই মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৬-০ গোলে শিলই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে জেলা প্রশাসক মো. আজিজুল আলম। জেলা পর্যায়ে এই টুর্নামেন্টের ফাইনাল ২৪ জুলাই শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply