মুন্সীগঞ্জের শ্রীনগরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নুর হোসেন (২৫) নামে এক যুবককে ১ বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবিনা ফেরদৌস এ কারাদণ্ডের আদেশ দেন। জানা গেছে, শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের বখাটে যুবক নুর হোসেন সেলফোনের মাধ্যমে শ্রীনগর উপজেলার চারিপাড়া গ্রামের কলেজছাত্রী হাসিনুর আক্তারকে (১৭) প্রেম প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এতে কলেজছাত্রী অসম্মতি জানালে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় কলেজছাত্রীর পিতা হারুনুর রশীদ ২১ জুলাই শ্রীনগর থানায় অভিযোগ দাখিল করেন। আজ রোববার সকালে বখাটে নুর হোসেন শ্রীনগর কলেজের সামনে অবস্থান নিয়ে কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নেয়ার কথা জানায়। বিষয়টি তাৎক্ষণিক অবগত করা হলেও পুলিশ বেলা ১১টা থেকে কলেজের সামনে ওঁৎ পেতে থাকে। বেলা সাড়ে ১২টার দিকে কলেজছাত্রী ক্যাম্পাস থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে বখাটে নুর হোসেন তাকে তুলে নিতে টানাহেঁচড়া শুরু করলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
শ্রীনগর থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, দুপুরে শ্রীনগর এসিল্যান্ড ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবিনা ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত নুর হোসেনকে ১ বছরের কারাদ- প্রদান করেন। পরে তাকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা নেয় পুলিশ।
শীর্ষ নিউজ
Leave a Reply