পুলিশ কনস্টেবলের ছুরিকাঘাতে আহতদের মামলা নিচ্ছে না থানা। এ নিয়ে আহতরা গত ৬ দিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি ঘটে গত ১৯শে জুলাই উপজেলার হোগলাকান্দি গ্রামে সম্পত্তি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে। আহত পরিবারের সদস্যরা জানায়, গত ১৯শে জুলাই পূর্বশত্রুতার জের ধরে উপজেলার মোগলাকান্দি গ্রামের পুলিশ কনস্টেবল সিরাজ মিয়া একই গ্রামের নয়ন (২৫) কে কুপিয়ে জখম করে। এ সময় নয়নকে রক্ষা করতে এগিয়ে এলে তার পিতা ফজলুল হক, মা নুরুন নাহার ও দু’বোন আহত হন। ঘটনার পর নুরুন নাহার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্তপূর্বক মামলা গ্রহণ করার জন্য আবেদন করলে পুলিশ গত ৬ দিনেও মামলা হিসেবে নথিভুক্ত করেনি। গ্রামবাসী জানান, পুলিশ কনস্টেবল সিরাজ মিয়া দুষ্ট প্রকৃতির লোক। চাকরি করে নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশে। প্রায় সময় গ্রামে এসে ঝগড়াঝাটি করে ইউনিফর্ম পরে গ্রাম থেকে বের হয়ে যায়। তার ভয়ে গ্রামবাসী কেউ কিছু বলে না। ঘটনার দিন গ্রামবাসী সিরাজকে ১ ঘণ্টা ঘরের মধ্যে আটক করে রাখে। এই অবস্থায় পরিবারটি এখন ভয় আর আতঙ্কে রয়েছে।
মানবজমিন
Leave a Reply