মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামে বৃক্ষরোপণ কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে ইছামতি নদীর তীরে টেকেরহাট দোসরপাড়ায় লালন শাহ বটতলায় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম।
স্থানীয় সংগঠন পদ্মহেম ধামের উদ্যোগে সকাল ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি, দরবেশ নহীর শাহ, বাউল শফি ম-ল ও চ্যানেল আইয়ের জনপ্রিয় সংবাদ পাঠক অপু মাহফুজ ও চলচ্চিত্র পরিচালক নোমান রবিন।
এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। এ মহতি উদ্যোগে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন পদ্মহেম ধামের আহ্বায়ক সাংবাদিক কবির হোসেন ও সদস্য সচিব সাংবাদিক রাসেল মাহমুদ। এ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে আরো বৃক্ষরোপণ করা হবে।
শীর্ষ নিউজ
Leave a Reply