কৃষকের পাট জোর করে কেটে ট্রলারে করে পদ্মার ওপারে নিয়ে গেলো প্রভাবশালী মহল
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: লৌহজংয়ের পদ্মার চরের জোর করে কেটে নেয়া কৃষকের মেসতা পাট মঙ্গলবার ট্রলার ভরে নিয়ে যাওয়া হয়েছে পদ্মার ওপারে ফরিদপুরে। ইতিপূর্বে পদ্মার চরের জোর করে কেটে নেয়া ধানের সমাধান হতে না হতে এবারও প্রভাবশালী মহলে ছত্রছায়ায় কেটে নেয়া হয়েছে কৃষকের ফলানো মেসতা পাট। শুধু কেটেই নেয়া হচ্ছেনা বরং পানির নীচে পচানোর জন্য রাখা (জাগ দেয়া) মেসতা পাটও নিয়ে গেছে প্রভাবশালী মহলের লোকজন। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় এ বাহিনী বার বার কৃষকের লাগালো ফসল পদ্মার চর হতে জোর করে কেটে নিয়ে যাচ্ছে। অথচ পুলিশ বা প্রশাসন কাছে অবিযোগ করে তেমন কোন ফল পাচ্ছেন না বলে কৃষক অভিযোগ করেছেন।
গত কয়েক দিন ধরে লৌহজংয়ের পদ্মার চরের সাইনহাটি মৌজার কৃষকের লাগানো মেসতা পাট কেটে নিয়ে যাচ্ছে চরের হামিদ মাদবর ও তার ছেলে ফারক মাদবর গং। সাইনহাটি মৌজার জমিতে মেসতা পাট লাগনো কৃষক ফরহাদ হোসেন,নিজাম খলিফা,আলমগীর মাঝি, লোকমান শেখ , রিপন শেখ, বাবুল শেখ ,নুরুল হক , সামাদ ভূইয়া, মঞ্জু শেখ জানান, শুস্ক মৌসুমে তারা পদ্মার চরে সরকারের নিকট থেকে ডিসিআর কাটা তাদের জমিতে মেসতা পাট বপন করে। এখন পাট কাটার মৌসুমে চরের হামিদ মাদবর ও তার ছেলে ফারুক মাদবর শতাধিক লাঠিয়াল বাহিনীর শ্রমিক নিয়ে গত ৩ দিন ধরে তাদের জমি থেকে মেসতা পাট কেটে নিয়ে যাচ্ছে।এমন কি কারো কারো পানির নীচে পচানোর জন্য রাখা (জাগ দেয়া) পাটও তারা তুলে নিয়ে গেছে। এসব পাট মঙ্গলবাল ট্রলারে করে পদ্মার ওপারে ফরিদপুরে নিয়ে গেছে হামিদ মাদবরের লোকজন। লাঠিয়াল বাহিনীর ভয়ে এসব কৃষক তাদের জমির ফসল তুলতে পারেননি।এ ব্যাপারে হামিদ মাদবর ও ফারুক মাদবরসহ ১২ জনকে আসামী করে রোববার লৌহজং থানায় একটি মামলা দায়েল হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে হামিদ মাদবরের ছেলে ফারক মাদবরের সাথে কথা হলে তিনি বলেন, আমরা আমাদের নিজেদের রেকর্ডভুক্ত জমি ব্রাহ্মনগাঁও মৌজা হতে মেসতা পাট কেটেছি। অন্যের জমি থেকে পাট কাটিনি। তবে তার এ দাবির সাথে কৃষকের জমির কেটে নেয়া মেসতা পাটের জমির কোন মিল খুজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা জানান, পানির নীচে পচানোর জন্য রাখা পাট নিয়ে যাওয়ার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষের সাথে তার অলাপ হয়েছে। চরের জমির জন্য স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গনি তালুকদারকের সাথে বিবদাম দুটি দলকে নিয়ে সমাঝোতার ব্যবস্থা করা হবে। তা না হলে এখানে রক্তক্ষয়ি সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত মে মাসের শেষের দিকে হামিদ মাদবর ও তার লোকজন কৃষকের লাগানো ধান কেটে নিয়ে যায়। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে সেই ধান থানার পুলিশের হেফাজতে নেয়া হয়। কথা ছিল ইউপি নির্বাচনের পরে তা যথাযথ কৃষকে বুঝিয়ে দেয়া হবে। কিন্ত প্রায় পোনে দুই মাস অতিবাহিত হলেও কৃষকরা এখনও তাদের ধান থানা থেকে গোলায় তুলতে পারেননি। বার বার প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় চরের একটি গ্রুপ কৃষকের লাগানো ফসল কেটে নেয়ায় কৃষকরা চরের শ’ শ’ হেক্টর জমিতে ধানসহ ফসল লাগাতে উৎসাহ হারাতে বসেছে। আর কৃষক একবার উৎসাহ হারিয়ে ফেললে এ ফসলের প্রভার সারা দেশের উপর পরবে বলে অভিজ্ঞরা মনে করেন।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply