মানহানি মামলায় যুগান্তর সম্পাদকসহ ৩ জনকে সমন

মানহানি মামলায় দৈনিক যুগান্তরের সম্পাদক সালমা ইসলাম ও নির্বাহি সম্পাদক সাইফুল আলমকে সমন জারি করেছেন আদালত। অপর দিকে একই অভিযোগে দৈনিক সমকালের বিরুদ্ধে করা আরেকটি মামলায় পত্রিকাটির স্টাফ রিপোর্টার হকিকত জাহান হকিকেও সমন জারি করেছে আদালত। আগামী ৫ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দৈনিক যুগান্তরের ১ম পৃষ্ঠায় “চোরাই মদ বিক্রি করে টোকাই থেকে কোটিপতি রানার অবৈধ সম্পদের সন্ধানে দুদক, হিসাব চেয়ে নোটিশ” শিরোনামে প্রকাশিত সংবাদ মিথ্যা দাবি করে যুগান্তরের বিরুদ্ধে ব্যবসায়ী রানা শফিউল্লাহ’র দায়ের করা মামলায় আদালত তাদেরকে সমন জারি করেন। একই অভিযোগে মহানগর ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামের আদালতে দৈনিক সমকালের বিরুদ্ধে রানা শফিউল্লাহ অপর একটি মামলা দায়ের করেন। ব্যবসায়ী রানা শফিউল্লাহ আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে প্রথমে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। ঢাকা মহানগর হাকিম এজিএম আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ করে সমন জারি করেন। পরে রানা শফিউল্লাহ মহানগর ম্যজিস্ট্রেট শামসুল ইসলামের আদালতে একই অভিযোগে সমকালের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করলে আদালত এ মামলায়ও সমন জারি করে।

রানা শফিউল্লাহ নিজেকে ইউনিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং একজন করদাতা দাবি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ২০ জুলাই দৈনিক যুগান্তরের ১ম পৃষ্ঠায় “চোরাই মদ বিক্রি করে টোকাই থেকে কোটিপতি রানার অবৈধ সম্পদের সন্ধানে দুদক, হিসাব চেয়ে নোটিশ” শিরোনামে প্রকাশিত সংবাদটি কল্পিত, মানহানিকর ও করুচিপূর্ণ। এর ফলে পারিবারিক ও সামাজিকভাবে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। ওই একই তারিখে সমকালেও এ খবর প্রকাশিত হয়।

রিপোর্টটি পড়ুনঃ রানার অবৈধ সম্পদের সন্ধানে দুদক : হিসাব চেয়ে নোটিশ

শীর্ষ নিউজ

Leave a Reply