মুন্সীগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আ’লীগের হেবীওয়েট প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন। আঞ্চলিক রাজনীতিতে পদ চারণা কমে যাওয়ার কারণে তাদের এ পরিণতি হয়েছে বলে অনেকের ধারণা। জেলা ও উপজেলায় বড় বড় পদ পেলেও তৃণমুল পর্যায়ে তাদের শিকড় নড়বড়ে।
চরকেওয়ার ইউনিয়ন: এ ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ’লীগ প্রার্থী আক্তারউজ্জামান। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৮০৯৪। তার নিটতম প্রার্থী হচ্ছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আ’লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৩২৮৩। আক্তারউজ্জামান এর আগে ইউনিয়নের মেম্বারের দায়িত্ব পালন করেন। বিগত দিনে আফসার উদ্দিন ভুইয়া ও আবদুল হাকিম মেম্বার থেকে এখানে চেয়ারম্যান হয়ে ছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন আক্তারউজ্জামান।
মোল্লাকান্দি ইউনিয়ন: আ’লীগ সমর্থক নতুন মুখ ব্যবসায়ি মো. রিপন হোসেন ৬৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাকে এ নির্বাচনে সমর্থন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস। জেলা আ’লীগের সহ সভাপতি শাহ আলম মল্লিক ৬৪১৪ ভোট পেয়ে পরাজিত হন। তাকে এ নির্বাচনে জেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সমর্থন করেন।
আধারা ইউনিয়নঃ হাজী মো. সোহরাব হোসেন ৫০১২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন। জেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থক মুন্সীগঞ্জ সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল কবির মাস্টার ৪৯৬২ পেয়ে পরাজিত হন।
শিলই ইউনিয়ন: আবুল হোসেন লিটন ২৩২১ ভোট পেয়ে চেয়াম্যান পদে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী সাঈদ বেপরী ২১১৪ ভোট পেয়ে পরাজিত হন।
বাংলাবাজার ইউনিয়ন: সোহরাব হোসেন ২৯৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা সরকার ২৭৮৮ ভোট পান। এ নির্বাচনে ইউনিয়ন আ’লীগের সভাপতি ইসমাইল পরাজিত হন।
মহাকালি ইউনিয়ন: দ্বিতীয়বারের মতো বিএনপি নেতা সোনা মিয়া বেপারী ৩৪৬৪ পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন হালদার ২১৬৬ ভোট পেয়ে পরাজিত হন। মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিসের সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি রিয়াজুল ইসলাম বিরাজ এর প্রাপ্ত ভোট হচ্ছে ৯৫০। ইউনিয়ন বিএনপির শাহজাহান হালদারের প্রাপ্ত ভোট হচ্ছে ১৬৭১। সাবেক ইউপি চেয়ারম্যান ও কমরেড আনোয়ার হোসেন এলানের প্রাপ্ত ভোট হচ্ছে ১৭৮১। জেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থক হাজী সুলতার বেপারীর প্রাপ্ত ভোট হচ্ছে ২৬০।
বজ্রযোগিনী ইউনিয়ন: এবারের নির্বাচনে দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. তোতা মিয়া মুন্সী। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৫৩৪৫। তার নিকটতম প্রার্থী আ’লীগ নেতা মো. শাহাব উদ্দিন শেখ এর প্রাপ্ত ভোট হচ্ছে ২৮৮০।
পঞ্চসার ইউনিয়ন: দ্বিতীয়বারের মতো ইউপি নির্বাচনে বিএনপি নেতা মো. হাবিবুর রহমান চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ১৭৫৯২। এ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই তাকে সমর্থন করেন। তার নিকটতম প্রার্থী আ’লীগ নেতা মো. আব্দুল সাত্তারের প্রাপ্ত ভোট হচ্ছে ৭৭২৪। তাকে এ নির্বাচনে মুন্সীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস সমর্থন করেন। বিএনপি সমর্থক জহিরউদ্দিন দেওয়ান সমর্থন করেন জেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে কাজল মামা মোহাম্মদ মহিউদ্দিন ও আনিসুজ্জামানের কোন সমর্থন পাননি।
রামপাল ইউনিয়ন: দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মো. মোশারফ হোসেন পুস্তি। তার প্রাপ্ত ভোট হচ্ছে ১১৩৯৩। তার নিকটতম প্রার্থী রামপাল ইউনিয়ন বিএপির সভাপতি মো. শফিকুল ইসলাম শওকত এর প্রাপ্ত ভোট হচ্ছে ৪৩৫৬। মুন্সীগঞ্জ সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের প্রাপ্ত ভোট হচ্ছে ২৭২১।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply