লেনিনের কুকুরপ্রীতি

আওয়ামী লীগের কোনো নেতা শখের কুকুর নিয়ে হাঁটেন এমন দৃশ্য কেউ দেখেননি। এমনকি যে আওয়ামী লীগ বাঙালি সংস্কৃতিবিরোধী বলে বিএনপিকে কটাক্ষ করে সেই বিএনপির কোনো নেতাকেও পাওয়া যায়নি কুকুরসহ ঢাকার রাস্তায়। এমনকি পশ্চিমা ফ্যাশনের প্রতি প্রবল ঝোঁক থাকা সাবেক সেনাশাসক এরশাদ ও তার মন্ত্রীদেরও দেখা যায়নি। এমনকি এরশাদের বহুল আলোচিত দীর্ঘদিনের প্রেমিকা কোথাও হেঁটে গেলে চারদিক মৌ মৌ ঘ্রাণে ভরে গেছে, তবুও সঙ্গী কোনো কুকুর ডেকে ওঠেনি। পশ্চিমা দেশে শ্বেতাঙ্গ রমণীদের কেউ কেউ শয্যায় কুকুর না নিয়ে ঘুমুতেই পারেন না। সেসব দেশের ছেলে-বুড়ো, তরুণ-তরুণীরা শুক্র ও শনিবার রাতে নাইটক্লাবের নাচে-গানে ভেসে যান।

রবিবার ছুটি কাটে ঘরে পূর্ণ বিশ্রামে। বিকালে কুকুর নিয়ে বের হওয়া তাদের শখ। রাজধানী ঢাকার অভিজাত এলাকাগুলোয় আজকাল বিদেশিদের পাশাপাশি শৌখিন বাঙালিদের কাউকে কাউকে কুকুরের শেকল হাতে বেরোতে দেখা যায়। কিন্তু যে কমিউনিস্টরা একসময় পুঁজিবাদী সমাজব্যবস্থায় করুণ পরিণতি বলে কুকুরপ্রীতি সংস্কৃতির দিকে কটাক্ষ করতেন, পশ্চিমাদের সমালোচনায় মুখর হয়ে সাম্রাজ্যবাদের পতন চাইতেন_ সেই কমিউনিস্ট ও বাম ঘরানার রাজনীতির অনেকেই এখন আওয়ামী লীগ রাজনীতির প্রভাবশালী মুখ। তাদেরই একজন ‘নূহ উল আলম লেনিন’। ধানমন্ডির লেকপাড়ে প্রাতঃভ্রমণে তাকে পাওয়া যায় সঙ্গী সাদা রঙের নাদুস-নুদুস সুন্দর একটা কুকুর নিয়ে। অনেকে অবাক হন। বিস্ময়ভরা চোখে তাকান। দলের কেন্দ্রীয় কমিটির আরেক সহ-সম্পাদক এখানে প্রাতঃভ্রমণে বের হন। তিনিও নিয়মিত ধানমন্ডির কার্যালয়ে বসেন। প্রাতঃভ্রমণকালে লেনিনের কুকুরপ্রীতি দেখে প্রশ্ন করেছিলেন_ কবে, কোথা থেকে এনেছেন? কুকুরের শেকল হাতে নিয়ে উত্তর দিলেন, ‘এটা তার মেয়ের শখের কুকুর’।

বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply