নারায়ণগঞ্জে ১ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

অবশেষে এক মাস পর সুমী আক্তার (২২)-এর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম মাকসুদা খন্দকারের নেতৃত্বে বন্দরের নবীগঞ্জবাগে জান্নাত কবরস্থান থেকে তার লাশটি উঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ৩ বছর আগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বলাহি এলাকার লেবানন প্রবাসী শহীদুল্লাহর মেয়ে সুমীর সঙ্গে বন্দরের তিনগাঁও এলাকার মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়। গত ২৯শে জুন স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে সুমী। ৩০শে জুন জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়। এদিকে নিহত সুমীর মা মায়া বেগম সুমীর শিশুকন্যার ভরণ-পোষণ বাবদ মিন্টু মিয়ার কাছে ২ লাখ টাকা দাবি করে। মিন্টু মিয়া ৪০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু বাকি ১ লাখ ৬০ হাজার টাকা না দেয়ার হত্যার অভিযোগ এনে লেবানন ফেরত সুমীর বাবা শহীদুল্লাহ ১০ই জুলাই সুমীর স্বামীসহ ৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪২৫/১১। আদালতের নির্দেশে ১৮ই জুলাই মামলাটি বন্দর থানায় রেকর্ড হয়। মামলা নং ২৩ (৭) ১১।

মানবজমিন

Leave a Reply