শ্রীনগরে অপহৃত কিশোরী উদ্ধার হয়নি

শ্রীনগরে অপহৃত কিশোরী ২২ দিনেও উদ্ধার হয়নি। অপহরণের অভিযোগে কিশোরীর পিতা ৫ জনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত কিশোরীকে উদ্ধার করতে পারেনি। উপজেলার পশ্চিম আলমপুর গ্রামের আওয়াল মাঝির একমাত্র মেয়ে তামান্না (১৪) ১০ জুলাই সকাল ১০টার দিকে তার নানাবাড়ি সিরাজদিখান উপজেলার সৈয়দপুর যাওয়ার পথে একই গ্রামের পলাশ (২২), কাজিম তালুকদার (৩৫), উজ্জ্বল (৩০), মিজানুর (২৩) ও সেলিম (২০) মিলে হাসাড়া ইউনিয়ন পরিষদের কাছ থেকে অপহরণ করে মাইক্রোবাস যোগে পালিয়ে যায়। এ ঘটনায় তামান্নার বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। কয়েক দিন পর মামলার ৫নং আসামি সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই লাল মিয়া বলেন, সেলিমের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তামান্নাকে উদ্ধারের জন্য তৎপরতা চালানো হচ্ছে। তামান্নার বাবা বলেন, আমার মেয়ে বেঁচে আছে নাকি ওরা মেরে ফেলেছে, আমি জানি না। আমি আমার একমাত্র মেয়েকে একটি বার দেখতে চাই। পলাশের বাবা মফজেল হাওলাদারকে এলাকার লোকজন চাপ দিয়েছিল। সে তার ছেলের অপরাধের কথা স্বীকার করেছে। কিন্তু আমার মেয়েকে কোথায় রেখেছে বলছে না।

মানবজমিন

Leave a Reply