ইমদাদুল হক মিলন
গত মঙ্গলবার হাইকোর্টের এজলাসকক্ষে যে ঘটনা ঘটে গেল, তাতে সমগ্র জাতি স্তম্ভিত, বাক্রুদ্ধ। দেশের সর্বোচ্চ আদালতে কী করে ঘটে এমন ঘটনা! যাঁরা ঘটনা ঘটালেন, তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের সম্মানীয় ও শ্রদ্ধেয় আইনজীবী। ‘সংবিধান ছুড়ে ফেলা’ বিষয়টি নিয়ে কিছুদিন ধরেই নানা রকমের আলোচনা-সমালোচনা চলছিল। খবরের কাগজে আমরা পড়েছি, বিএনপি তাদের চেয়ারপারসনের বক্তব্য নিয়ে এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে, আওয়ামী লীগ সেই ব্যাখ্যা মানছে না। দুটি বড় দলে এ নিয়ে নানা ধরনের মত, নানা ধরনের মন্তব্য চলছে। কেউ কেউ শালীনতার সীমা লঙ্ঘন করেও কথা বলছেন।
তারপর সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান কটাক্ষপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাঁকে হাইকোর্টে হাজির করার পর অভিযোগের রিট আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের অভিমতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ উঠলে এজলাসকক্ষে আওয়ামী লীগ ও বিএনপি-দুই পক্ষের আইনজীবীদের মধ্যে এমন বিশৃঙ্খলা, গালিগালাজ, ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়, যা নজিরবিহীন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এসব দৃশ্য দেখে, ছবি ও সংবাদ পড়ে দেশের মানুষ হতবাক হয়েছে।
আদালতের এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে। ১৩ জন আইনজীবীর ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আইনজীবীদের আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিজেদের বিরুদ্ধে মামলা ছাড়া দেশের কোনো আদালতে তাঁদের প্রবেশ না করতে বলা হয়। শাহবাগ থানায় যে মামলা হয়েছে, ওই ১৩ আইনজীবী সেই মামলায় জামিনের জন্য হাইকোর্টে আবেদন জানান। অন্যদিকে ওই ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। ফলে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।
এগুলো খুবই অশুভ লক্ষণ। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে কি না, এসব ভেবে দেখা দরকার। আদালতকে বিতর্কিত করা কোনো শুভ লক্ষণ নয়। এই অপচেষ্টা কেন করা হচ্ছে, কী কারণে_সেগুলো খতিয়ে দেখা দরকার। আদালতের মতো পবিত্র জায়গাকে কেন বিতর্কিত ও কলুষিত করার চেষ্টা চলছে, দেশবাসী তা নিয়ে গভীর শঙ্কায় আছে। এ ধরনের অপকর্মের মধ্য দিয়ে সংকীর্ণ কোনো দলীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে কি না তৃতীয় কোনো পক্ষ, আওয়ামী লীগ ও বিএনপি_দু’দলেরই উচিত বিষয়টি খতিয়ে দেখা।
আরেকটি বিষয় ভেবে আমরা বিচলিত হয়েছি। শাহবাগ থানায় যে মামলা হয়েছে, সেখানে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এই অজ্ঞাতনামা ব্যক্তিরা কারা? তারা কী করে এজলাসে ঢুকেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে অংশ নিয়েছে? পুলিশ বা গোয়েন্দা সংস্থা কি খুঁজে বের করতে পারছে না এই অজ্ঞাতনামা ব্যক্তিরা আসলে কারা, কেন সেদিন পবিত্র আদালত প্রাঙ্গণে তাদের দেখা গেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি বা হাতাহাতি-মারামারিতে তারাও ছিল!
দেশের জনগণ আইনজীবীদের সমীহের চোখে দেখে। ন্যায়বিচারের পথে তাঁদের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে মর্যাদার আসন তৈরি করেছে। আর অন্যান্য পেশাজীবীর মতো তাঁদেরও রয়েছে সামাজিক দায়বদ্ধতা, যেটা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতকে জনগণের বিচার প্রাপ্তিতে সহায়তা করা। কিন্তু সেটা না করে তাঁরা নিজেরাই যখন দলাদলিতে নিমজ্জিত হয়ে অপ্রীতিকর ঘটনার জন্ম দিচ্ছেন, এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রতিক্রিয়া একদিন তাঁদের মর্যাদার আসন থেকে নামিয়ে আনতে পারে।
আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই শ্রদ্ধেয়, চিন্তাশীল ও দেশপ্রেমিক অনেক রাজনীতিবিদ আছেন। দেশ তাঁদের কাছ থেকে অনেক কিছু পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে_এ রকম আশাই আমরা করি। কিন্তু আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত এ ধরনের ঘটনা ঘটিয়ে দুটি বড় দলই শ্রদ্ধাভাজন আইনজীবীদের এক ধরনের অশ্রদ্ধার দিকে ঠেলে দিচ্ছে। দেশের মানুষ চায় আইনজীবীরা দলের ঊধর্ে্ব থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করুক। এ জন্য আইনজীবী ও দলগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষুনি যদি দল দুটি এ ধরনের ঘটনার ক্ষেত্রে কঠোর মনোভাব গ্রহণ না করে, তাহলে একদিন হয়তো কঠিন মাসুল দিতে হবে।
আরেকটি কথা, আদালতকক্ষে, এজলাসে বহিরাগত বা অজ্ঞাতনামা ব্যক্তিদের পদচারণ রোধ করার জন্য যে ৩০-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির কথা পুলিশ বলেছে, এ ধরনের অজ্ঞাতনামা ব্যক্তির ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। তারা কাদের হয়ে কাজ করছে, কী করছে ভেবে দেখা দরকার। আদালতকক্ষে স্পর্শকাতর এসব মামলার শুনানির ক্ষেত্রে এ রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আদালত কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর আরো সতর্ক হওয়া জরুরি।
আদালত মানুষের ভরসার জায়গা। যখন চারদিকের আলো নিভে আসে, তখন আদালতকেই আলোকিত জায়গা হিসেবে ধরে নেয় মানুষ। বিপদে পড়া অসহায় মানুষ আইনজীবীদের মনে করে পরিত্রাতা। বিপদে পড়া মানুষকে আইনি সহায়তা দিয়ে রক্ষা করবেন তাঁরা। আদালত থেকে মানুষ পাবে সুবিচার, দেশ পাবে আলোর উৎস। আমাদের এই ভরসার জায়গাগুলো, আলোকিত জায়গাগুলো যেন অন্ধকারে নিমজ্জিত না হয়-দেশের বড় দুটি দলের কাছে এটাই আমাদের প্রত্যাশা।
কালের কন্ঠ
Leave a Reply